বিজেপি নেতারা বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করাকে লাভ জেহাদ তকমা দিয়েছেন। তাহলে বিজেপি নেতাদের পরিবারের কেউ যদি ভিন ধর্মে বিয়ে করে, তাহলেও কি সেটাকে লাভ জেহাদ বলে ধরা হবে? এই প্রশ্নই তুললেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
বাঘেলের সাফ কথা, ‘অনেক বিজেপি নেতার পরিবারের সদস্যরা ভিন্ন ধর্মে বিয়ে করেছেন। খুব স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে, বিজেপি নেতা বা তাঁদের সন্তানরা এমন বিয়ে করলে সেটাও কি লাভ জেহাদের মধ্যেই পড়বে?’
সম্প্রতি মধ্যপ্রদেশে লাভ জিহাদ রুখতে কড়া আইন আনার ঘোষণা করেছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, প্রস্তাবিত আইনে অভিযুক্তদের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা দুই হতে পারে। পাশাপাশি মামলা হবে জামিন অযোগ্য ধারায়। হরিয়ানাও লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন আনার পথে হাঁটছে।
এহেন সময় অশোক গেহলট বা ভূপেশ বাঘেলের মন্তব্যকে এই আইনের বিরুদ্ধে কংগ্রেসের অবস্থান হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। গেহলট জানান বিভাজন ঘটানোই একমাত্র লক্ষ্য বিজেপির। সাম্প্রদায়িক অশান্তি জিইয়ে রাখতেই লাভ জিহাদ শব্দটি তৈরি করেছে গেরুয়া শিবির। এ নিয়ে বিজেপিকে নিশানা করে তিনটি টুইট করেন গেহলট। তিনি লেখেন, ‘বিভাজন ঘটানো এবং সাম্প্রদায়িক অশান্তির লক্ষ্যে লাভ জিহাদ শব্দটা তৈরি করেছে বিজেপি। বিয়ে ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। এর মধ্যে আইন এনে তাতে বাধা দেওয়া সম্পূর্ণ অসাংবিধানিক। ভালোবাসায় জিহাদের কোনও জায়গা নেই।’ তাঁর আরও অভিযোগ, এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যেখানে নিজেদের ইচ্ছে মতো বিয়েও করতে পারবেন না প্রাপ্তবয়স্করা। এর জন্য তাঁদের রাষ্ট্রের অনুমোদন নিতে হবে। এটা আদতে ব্যক্তিস্বাধীনতা হরণ। এবার এই বিষয়ে সুর চড়ালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও।