বিজেপির দুষ্কৃতীদের হাতে ফের ভাঙচুর হল রাজ্যের শাসকদলের কার্যালয়। এদিন ভারতী ঘোষের নেতৃত্বে গেরুয়া শিবিরের বাইক বাহিনীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর।সেখানেই তৃণমূলের কার্যালয়ে হামলা চালাল বিজেপি। এর পাশাপাশি খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন সাংবাদিকরা। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদের সম্মুখীন হয়েছে রাজ্য বিজেপি।
আজ রবিবার ভারতী ঘোষের নেতৃত্বে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ভূপতিনগরে বাইক র্যালির আয়োজন করেছিল বিজেপি। মিছিলটি মাধাখালী যাওয়ার পথে এক্তারপুর বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর চালায়। সেই ভাঙচুরের ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন সংবাদমাধ্যমের কর্মীরা। এক সাংবাদিককে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে মারধর করা হয়। ভেঙে দেওয়া হয় তাঁর ফোন, হেলমেট। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে পরিস্থিতি আয়ত্তে আসে।
তৃণমুলের পূর্ব মেদিনীপুর জেলার মুখপাত্র মধুরিমা মণ্ডল এদিন বলেছেন, “জেলায় নিজেদের গোষ্ঠী কোন্দলকে ধামাচাপা দিতেই তৃণমূলের পার্টি অফিসে অতর্কিতে হামলা চালিয়েছে বিজেপি। এমনকী সাংবাদিকদেরও বাদ দেয়নি।” অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানিয়েছেন তিনি। যদিও এই অপ্রীতিকর পরিস্থিতির জন্যে তৃণমূলকে দোষারোপ করেছে বিজেপি।