প্রথমবারই ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করতে বেশ চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে লঙ্কান প্রিমিয়ার লিগ। তবে একের পর এক তারকা ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ায় জৌলুস হারাতে চলেছে লঙ্কান লিগ। লঙ্কান প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়িয়েছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল। এবার সরলেন মালিঙ্গা।
আইপিএল খেলেননি এবার লঙ্কান প্রিমিয়ার লিগ থেকে সরে গেলেন কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার কথা ছিল তাঁর। এদিকে লঙ্কান প্রিমিয়ার লিগ থেকে আগেই নাম তুলে নেন ইংরেজ পেসার লিয়াম প্লাঙ্কেট। ক্যান্ডি টাস্কার্সের হয়ে খেলার কথা ছিল তাঁর।