বছর পেরোলেই আসাম বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগেই শাসকদল বিজেপি-র সঙ্গে সম্পর্কে ফাটল ধরল জোটসঙ্গী বোড়োল্যান্ড পিপল’স ফ্রন্টের (বিপিএফ)।
২০১৬ সাল থেকে আসামে ক্ষমতায় আসে বিজেপি-বিপিএফ-অগপ জোট। তবে আগামী ডিসেম্বরে বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল (বিটিসি) নির্বাচনে স্বাধীন ভাবে লড়ছে তিন জোটসঙ্গী।
গত মার্চ মাসে কোভিড অতিমারীর জেরে বিটিসি নির্বাচন বাতিল হওয়ার পরেই বিজেপি-র সঙ্গে সম্পর্কে ফাটল দেখা দেয় বিপিএফ-এর। তার জেরে কাউন্সিলের অধীনে থাকা এলাকা রাজ্যপালের শাসনভুক্ত করা হয়। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নেয়নি বিপিএফ। তারা নির্বাচন হওয়ার আগে পর্যন্ত কাউন্সিলের মেয়াদ সম্প্রসারণ করতে চেয়েছিল। মোট দুই দফায় বিটিসি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ভোট হবে ৪০টি আসনের জন্য।
বিপিএফ প্রধান হাগ্রামা মোহিলারি সাংবাদিকদের জানান, ‘বিজেপি-র সঙ্গে থাকব না কি কংগ্রেস-এর সঙ্গে হাত মেলাব, তা এখনও ঠিক হয়নি। বিটিসি নির্বাচন শেষ হলে বিধানসভা নির্বাচন নিয়ে চিন্তা করব। আমাদের সঙ্গে জোট রাখতে আগ্রহী কি না, তা বিজেপি-কেই ঠিক করতে হবে।’
এরপরেই তিনি বলেন, ‘শুনেছি জে পি নড্ডার সঙ্গে আসাম বিজেপি-র নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওরা সর্বভারতীয় দল। তাই কার সঙ্গে জোট বাঁধবে, তা ওদেরই ঠিক করতে হবে। জোট ভাঙলে বিপিএফ আরও মজবুত হবে।’