ধর্ষকদের স্বর্গরাজ্য উত্তরপ্রদেশ। আরও একবার যোগী আদিত্যনাথের রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটল। এবার সাত বছরের বাচ্চা মেয়ের উপর নারকীয় অত্যাচার করল ১৪ বছরের কিশোর। ফতেপুরের বিনকি গ্রামের থানর অন্তর্গত একটি গ্রামে এমন ঘটনা ঘটেছে। ধর্ষণের পর বাচ্চা মেয়েটিকে জঙ্গলে ফেলে রেখে পালায় সেই কিশোর। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। সেই কিশোরকে হেফাজতে রেখেছে পুলিশ।
বিনকি থানার ওসি সত্যেন্দ্র সিং জানিয়েছেন, অনেকক্ষণ ধরেই মেয়েটিকে খুঁজে পাচ্ছিল না তার পরিবারের লোকজন। এর পরই পুলিশের কাছে আসেন তাঁরা। চারপাশে খোঁজখুজির পর নিকটবর্তী জঙ্গলে অচৈতন্য অবস্থায় বাচ্চা মেয়েটিকে খুঁজে পায় পুলিশ।
স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বাচ্চা মেয়েটিকে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা। গোটা বছর ধরেই উত্তরপ্রদেশে চলতে থাকে এরকম একের পর এক নারকীয় কাণ্ড। যদিও এই বিষয়ে যোগী সরকারকে কোনও উল্লেখ্য পদক্ষেপ নিতে দেখা যায়নি।