একুশে বাংলার ক্ষমতা দখলের যে স্বপ্ন দেখছে বিজেপি এবার সেটাকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। বুধবার দলের সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, লোকসভা নির্বাচনের ফলাফলের সঙ্গে বিধানসভা নির্বাচনের কোনও যোগাযোগ নেই। বিজেপি বাংলা দখলের দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেন তিনি।
গতকাল তিনি বলেন, ‘১৮টা আসন পেয়ে গিয়েছি। অতএব বাজিমাত। দিবাস্বপ্ন দেখছে। একটা লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা ভোটের কোনও সম্পর্ক নেই। বিধানসভা ও লোকসভাকে এক করে দেখাই তো হাস্যকর।’ বিজেপির কেন্দ্রীয় নেতাদের ‘বহিরাগত ছত্রী বাহিনী’ বলেও মন্তব্য করে সুখেন্দু শেখর। তিনি বলেন, ‘বাংলায় ফের হচ্ছে না, হবে না রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি। বিজেপি নেতারা জেলায় গিয়ে বিভাজন তৈরি বা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করলে সর্বশক্তি দিয়ে লড়বে তৃণমূল কর্মীরা।’