আজ ভাইফোঁটা। ভাই-বোনের বন্ধনের দিন। এবারের পরিস্থিতি অন্যান্য বছরের মতো না হলেও এদিন সকাল থেকেই এই উৎসবে মেতে উঠেছে রাজ্যবাসী। ভাইয়ের মঙ্গল কামনায় দিদি-বোনদের এই সঙ্কল্প বাঙালির কাছে এক শুভদিন বলেই পরিচিত। আজ এই বিশেষ দিনে রাজ্যবাসীকে ভাইফোঁটার শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে টুইটে মমতা লিখেছেন, ‘আজ ভাইফোঁটা। আমার সকল ভাই ও বোনেদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা।’
প্রসঙ্গত, কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে, অর্থাৎ কালীপুজোর দুই দিন পরে এই অনুষ্ঠান হয়। এই উত্সবের আরও একটি নাম হল যমদ্বিতীয়া। কথিত আছে, এই দিন মৃত্যুর দেবতা যম তাঁর বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন। অন্য মতে, নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর যখন কৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে আসেন, তখন সুভদ্রা কৃষ্ণের কপালে ফোঁটা দিয়ে তাকে মিষ্টি খেতে দেন। সেই থেকে ভাইফোঁটা শুরু। এবার দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে সোমবার সকাল ৭টা ৪ মিনিটে এবং তিথি শেষ ১৭ তারিখ অর্থাৎ মঙ্গলবার ভোর ৩টে ৫৭ মিনিটে। গুপ্তপ্রেস পঞ্জিকার মতে, তিথি শুরু সকাল ৯টা ৩ মিনিট ৪ সেকেন্ডে এবং তিথি শেষ ১৭ নভেম্বর সকাল ৬টা ৫৪ মিনিট ৫০ সেকেন্ডে৷ সোমবার ভাইফোঁটা ছাড়াও রয়েছে কার্তিক পুজো এবং ইতু সংক্রান্তি।