বাংলায় শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। এখানে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত। কয়েকদিন আগে একটি জনসভায় গিয়ে এমনই মন্তব্য করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার বিজেপি সাংসদের এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন ফিরহাদ হাকিম। তাঁর কথায়, ‘‘রাষ্ট্রপতি শাসন জারি করতে গেলে তো সবার আগে উত্তরপ্রদেশে করতে হবে। সেখানে প্রতিদিন এনকাউন্টার হয়। প্রতিদিন গণধর্ষণ হয়।’’
বাংলাকে নিয়ে গত লোকসভা নির্বাচনের পর থেকেই লাগাতার অপপ্রচার চালাচ্ছে বিজেপি শিবির। এদিন এমনই অভিযোগ করেছেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘‘রাষ্ট্রপতি শাসন জারি করতে গেলে তো যোগী আদিত্যনাথের রাজ্যে আগে করতে হবে। সেখানে প্রতিদিন এনকাউন্টার হয়। প্রতিদিন গণধর্ষণ হয়। বাংলাকে নিয়ে লাগাতার অপপ্রচার চালাচ্ছে বিজেপি। বাংলায় শান্তি আছে। এখানে ৩৫৬ ধারা প্রয়োগ করা যাবে না।’’ প্রসঙ্গত, গত শুক্রবার কলকাতায় কালীপুজোর উদ্বোধনে গিয়ে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির কথা বলেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।