বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি। এক মাসের বেশি সময় ধরে তিনি বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁর মস্তিস্কের স্নায়বিক সমস্যা বেড়েছে। রক্তজমাট বেধেছে কি না, তা জানতে এ দিন সৌমিত্রর সিটি স্ক্যান করা হয়। ইউএসজিও করেছেন চিকিৎসকেরা। হৃদযন্ত্রও ভাল কাজ করছে না। ‘হার্ট রেট’ অনেকটাই বেড়ে গিয়েছে। তিনি এখন ভেন্টিলেশনে রয়েছেন। বাড়াতে হয়েছে অক্সিজেনার মাত্রাও। কিডনির সমস্যার কারণে বেশ কয়েকবার ডায়ালেসিস করতে হয়েছে।
আপাতত সৌমিত্র চট্টোপাধ্যায়ের চেতনাস্তর পাঁচে নেমে এসেছে। এই স্তর তিন পর্যন্ত নেমে গেলেই ব্রেন ডেথ হিসেবে মেনে নেওয়া হয়। দীপাবলির ঠিক আগেরদিনই বেলভিউ হাসপাতালের পক্ষ থেকে এই খবর জানালেন ডা. অরিন্দম কর।
বুধবার বর্ষীয়ান অভিনেতার ট্র্যাকিওস্টমি করা হয়েছিল। সফলভাবেই তা সম্পন্ন হয়েছিল। বৃহস্পতিবারই আবার তাঁর প্রথম পর্যায়ের প্লাজমাফেরেসিস সম্পন্ন হয়। আশা করা হয়েছিল প্লাজমাফেরেসিসের পর অভিনেতার আচ্ছন্নভাব ও অসংলগ্নতা অনেকটাই কেটে যাবে। কিন্তু শুক্রবার তার কিছুই হল না। ডা. কর জানান, এর আগে সৌমিত্র চট্টোপাধ্যারের চেতনাস্তর ৯ থেকে ১০-এর মধ্যে ছিল। আচমকা তা কেন নেমে গেল তা বোঝা যাচ্ছে না। অভিনেতার হৃৎস্পন্দন স্বাভাবিকের থেকে অনেক বেশি। কিডনির অবস্থাও ক্রমাগত খারাপ হচ্ছে। ইইজি ও সিটি স্ক্যান করা হয়েছে। কিন্তু তাতে কোনও অস্বাভাবিকতার লক্ষণ দেখা যায়নি।
অভিনেতার কিডনির সমস্যা আরও প্রকট হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্রর প্লাজমা থেরাপির পর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়। তাঁর রক্তচাপ এবং রক্তের অন্যান্য মাত্রাও স্বাভাবিক ছিল। কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি। কিন্তু এ দিন নতুন করে পরিস্থিতির অবনতি হয়।