আসানসোলের জামুড়িয়ায় ঘটল এক ভয়াবহ ঘটনা। ঘুমন্ত চার জনকে পিটিয়ে খুন করল এক যুবক। লাইসেন্স প্রাপ্ত দেশি মদের দোকানের মধ্যেই এই চার কর্মী ঘুমোচ্ছিলেন। সেইসময়েই সাধু মাঝি নামে এক যুবক তাদের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
প্রাথমিক তদন্তের পর সাধু মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে। তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে খবর। এরপর এই দোকানেই সাধু মাঝিকে আশ্রয় দেয় এই চারজন কর্মী। ইতিমধ্যেই সাধুকে আটক করেছে জামুড়িয়া থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে। প্রসঙ্গত, লাঠির আঘাতে গুরুতর আহত চারজনকে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।