২০১৮ সালের মে’তে আত্মহত্যা করেছিলেন ৫৩ বছরের ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নায়েক এবং তাঁর মা কুমুদ নায়েক। আলিবাগে কবীর গ্রামের বাড়ি থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনায় এবার রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) এস সুন্দরমকে তলব করল রায়গড় পুলিশ। রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী জেরায় সিএফও-র নাম নেন। সেই সূত্রেই এস সুন্দরমকে এ মামলায় তলব করে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।
২০১৮ সালে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ক’দিন আগেই অর্ণব-সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি অর্ণব-সহ ধৃত ৩ জনের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তবে গ্রেফতারের পর জেলে থাকাকালীন অর্ণব গোস্বামীকে জেরা করে রায়গড় পুলিশের এক দল। সেখানেই উঠে আসে সুন্দরমের নাম। ক্রাইম ব্রাঞ্চের এক আধিকারিক জানিয়েছেন, জেরা চলাকালীন অর্ণব সিএফও-র নাম উল্লেখ করেন। জেরায় অর্ণব জানান, কোম্পানির হয়ে লেনদেনের কাজ সিএফও-র।
ওই আধিকরিক বলেন, ‘এই সূত্রেই আমরা সিএফও-কে তলব করেছি। আগামী দিনে ওঁকে আমাদের কাছে হাজিরা দিতে হবে।’ এ মামলায় আগামী দিনে আরও কয়েকজন ব্যাক্তিকে তলব করা হবে বলে জানিয়েছেন ওই আধিকারিক। চার্জশিট পেশের আগে আরও ফিনান্সিয়াল রেকর্ডের অডিট করা হবে বলেও জানিয়েছেন তিনি।