পুজোর মরশুমে রাজ্যে শান্তি বজায় রাখার জন্য পুলিশকে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময় যাতে রাজ্যে অশান্তি না হয়, কেউ যাতে সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে না পারে তা দেখতে থানাগুলিকে আরও সতর্ক হতে বললেন তিনি। পুলিশের কাজকর্মে বিরক্তি মমতা। কার্যত হুঁশিয়ারিরর সুরে পুলিশের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘যে ওসি নিজের এলাকায় শান্তি বজায় রাখতে পারেন না, তাঁর থাকার দরকার নেই’।
গজলডোবায় পর্যটন প্রকল্প ‘ভোরের আলো’-র উদ্বোধন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের উদ্দেশ্যে এই সতর্কবার্তা দেন। নাগেরবাজারের বিস্ফোরণের কথা মাথায় রেখে প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘কে কোথায় কী রেখে যাচ্ছে, কী প্ল্যান করছে, গোলমালের ছক কষছে, সেসবে লক্ষ্য রাখুন। কেউ অশান্তি পাকানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে কড়া হাতে দমন করুন’। সঙ্গে যোগ করেন, ‘দিনকাল বদলে গেছে। ঘরে বসে থাকার দিন শেষ। পুলিশকে বলছি, সর্বত্র নাকা-চেকিং চালান। জীবন যেমন হাতের মুঠোয় এসেছে, তেমন টাফও হয়েছে। কাজের সময় কাজ করুন’।
সাম্প্রতিক সময়ের নানা ঘটনা থেকে স্পষ্ট, রাজ্যে অশান্তি পাকানোর ষড়যন্ত্র চলছে। বিজেপি এবং আরএসএস মিলে বাংলাকে অশান্ত করতে চাইছে বলে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন পুলিশকে আরও সতর্ক থাকার নির্দেশ দিলেন। কলকাতা বিমানবন্দরে ডিজি বীরেন্দ্র এবং নিরাপত্তা উপদেষ্টা সুরজিত কর পুরকায়স্থের সঙ্গে একপ্রস্থ আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তারপর যান উত্তরবঙ্গে। পুজোর আগে নাগেরবাজার বিস্ফোরণ নিয়ে চিন্তিত প্রশাসন। তাই আর যাতে এমন ঘটনা না ঘটে, শান্তি বিঘ্নিত না হয়, সম্প্রীতি বজায় থাকে, সে ব্যাপারেই সচেষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী। লোকাল থানার ওসি-দেরও সতর্ক থাকতে বলেছেন।