‘সামনেই দুর্গাপুজো। বড় উৎসব। তার আগে সবাই চোখ-কান খোলা রাখুন’। শিলিগুড়ির গজলডোবায় পর্যটন প্রকল্প ‘ভোরের আলো’ উদ্বোধনের মঞ্চ থেকে এভাবেই রাজ্যবাসীকে সতর্ক থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চলছে। কোনও ফাঁদে পা দেবেন না’।
কোনও রাজনৈতিক দলের নাম না করে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘ধর্মীয় উত্তেজনা ছড়াতে ফেসবুকে ভুয়ো পোস্ট করা হতে পারে। কেউ রাজনৈতিক ফায়দা তুলতে অশান্তি পাকাতে পারে। কোনও প্ররোচনায় ভুলবেন না’। দুদিন আগেই দমদমের নাগেরবাজারে বিস্ফোরণে ৮ বছরের শিশুর মৃত্যু হয়েছে। তার আগে উত্তর দিনাজপুরের দাড়িভিট কাণ্ডকে ঘিরে বনধ ডেকে রাজ্যে তাণ্ডব চালিয়েছে বিজেপি। সরকারি বাস, পুলিশের জিপে আগুন ধরিয়ে বিশৃঙ্খলা বাঁধানোর চেষ্টা করেছে। সেই জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়ার রাজনীতি প্রত্যক্ষ করেছেন বাংলার মানুষ। তাই আগেভাগেই সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘আগামী সপ্তাহে মহালয়া। তারপর পুজো। পরপর উৎসব – লক্ষ্মী পুজো, কালী পুজো। মানুষ আনন্দ করবে। কিন্তু কিছু হিংসুটে মানুষ আছে তারা মানুষের আনন্দ কেড়ে নেওয়ার চেষ্টা করবে। সাবধানে থাকবেন। মানুষের আনন্দকে নিরানন্দে পরিণত করতে কে কোথায় কী রেখে যাচ্ছে, কী পরিকল্পনা করছে, সে ব্যাপারে সজাগ থাকুন’।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী পুলিশকেও সতর্ক করে দিয়েছেন। প্রশাসনকে কড়া হাতে সমস্যার মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন তিনি। সাফ জানিয়ে দেন, ‘যে ওসি নিজের থানা এলাকায় শান্তি বজায় রাখতে পারবেন না তাঁর ওসি থাকার প্রয়োজন নেই। ঘরে বসে কাটানোর দিন শেষ। সর্বত্র নাকা চেকিং করুন’। যে কোনও বিরোধী শক্তি যাতে রাজ্যে কোনওরকম অশান্তি পাকাতে না পারে, কোনও গুজব ছড়িয়ে যাতে এলাকা অশান্ত করতে না পারে সেজন্যই মুখ্যমন্ত্রীর এই সতর্কবার্তা বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।