আজ নোট বাতিলের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেনজিরভাবে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। চার বছর আগে মোদীর নেওয়া নোট বাতিলের ‘হঠকারী’ সিদ্ধান্তকে সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে দেগে দিলেন রাহুল। তাঁর দাবি, নিজের কর্পোরেট বন্ধুদের ঋণ মকুব করার জন্য সুপরিকল্পিতভাবে সাধারণ মানুষের টাকা ব্যাঙ্কে ঢুকিয়েছেন মোদী।
উল্লেখ্য, ২০১৬ সালের, ৮ নভেম্বর রাত আটটায় ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্দেশ্য ছিল, সিস্টেম থেকে সমস্ত কালো টাকা ছেঁকে ফেলা এবং দুর্নীতিগ্রস্তদের হাতেনাতে পাকড়াও করা। প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, নোট বাতিলের ফলে সন্ত্রাসবাদীদের অর্থের সংস্থান বন্ধ হবে এবং দেশে সন্ত্রাস কমবে। বস্তুত পরে দেখা গিয়েছে এই উদ্দেশ্যগুলির কোনওটিই সেভাবে সাধিত হয়নি। উল্টে সিস্টেম থেকে হঠাৎ মোটা অঙ্কের নগদ উধাও হয়ে যাওয়ায় অর্থনীতি শ্লথ হয়েছে। বহু মানুষ কর্মহীন হয়েছেন। খোদ রিজার্ভ ব্যাঙ্ক নিজেদের রিপোর্টে স্বীকার করেছে, নোট বাতিলে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি।
২০১৬ সালের পর থেকে প্রতিবছর ৮ নভেম্বর দিনটিকে ‘কালা দিবস’ বা প্রতিবাদ দিবস হিসেবে পালন করে কংগ্রেস। এবছর এই বিশেষ দিনটিকে ‘বিশ্বাসঘাতকতা দিবস’ পালন করছেন সোনিয়া গান্ধীরা। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় নোট বাতিলের ক্ষতিকর প্রভাবগুলি নিয়ে প্রচার করছে কংগ্রেস। তবে, রাহুল গান্ধী যে অভিযোগ করলেন, তা রীতিমতো চাঞ্চল্যকর। কংগ্রেস নেতা বলছেন,”নোট বাতিল প্রধানমন্ত্রীর সুপরিকল্পিত ষড়যন্ত্র। যাতে সাধারণ মানুষের টাকায় মোদির বন্ধু পুঁজিপতিদের লক্ষ লক্ষ কোটি টাকার ঋণ মকুব করা যায়।”