আকাশে পেঁজা তুলোর মতো মেঘ আর কাশফুল জানান দিচ্ছে মা আসছেন। সোমবারই মহালয়। মানে দেবীপক্ষ। তার আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর।
কর্মীদের সুখ-দুঃখে সবসময় পাশে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিন আগেই খাদ্যদপ্তরের গ্রুপ ডি কর্মী শেখর দে’র লিভার প্রতিস্থাপনের জন্য আগাম ২৪ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছেন। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী কর্মীদের মনের খবর বোঝেন। জানেন, ছুটি পেতে ভালোই লাগে। তাই দুর্গা পুজোর সরকারি কর্মীদের জন্য এগারো দিন ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।নবান্ন সূত্রে জানা গেছে, ১৫ থেকে ২৫ অক্টোবর সরকারি কর্মচারীদের পুজোর ছুটি। অর্থাৎ মূল ছুটি ১১ দিন। শনি-রবি মিলিয়ে হিসাব মতো মোট ছুটি মিলবে ১৬ দিন। কারণ ১৩ ও ১৪ অক্টোবর হচ্ছে শনি ও রবিবার। আবার ২৭ ও ২৮ অক্টোবরও শনি ও রবিবার ৷ অর্থাৎ বাড়তি ৪ দিন যোগ হচ্ছে মূল ছুটির সঙ্গে। এর মাঝে শুধুমাত্র ২৬ অক্টোবর সরকারি দফতর খোলা থাকবে৷ আপনি যাদি ২৬ তারিখ একটি ক্যাজুয়াল লিভ নিয়ে নেন তাহলেই পাওয়া যাবে টানা ১৬ দিন ছুটি৷
টানা ২ সপ্তাহ ছুটির খবর শুনে খুশি সরকারি কর্মীরা। মজা করে তাঁরা বলছেন, এটা মুখ্যমন্ত্রীর তরফে কর্মীদের জন্য পুজো বোনাস। টানা ছুটি পেয়ে অনেকেই কোথাও বেড়িয়ে আসার পরিকল্পনা করছেন। আবার অনেকে শুয়ে বসে আড্ডা মেরেই কাটাতে চান ছুটির দিনগুলো। সব মিলিয়ে পুজো যে আয়েসেই কাটবে সে ব্যাপারে কোনও সন্দেহ নেই।