বেসরকারি সংবাদমাধ্যমের মুখ অর্ণব গোস্বামীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতারের প্রতিবাদে সরব বিজেপি। তাদের অভিযোগ, এটি গণতন্ত্রের উপর আঘাত মহারাষ্ট্র সরকারের। এবার বিজেপি-আইপিএফটি শাসিত ত্রিপুরায় আক্রান্ত হল সংবাদপত্র।
শনিবার সকালে উদয়পুরে রাজারবাগ মোটর স্ট্যান্ডে হকারের কাছে থাকা একটি স্থানীয় দৈনিক যতগুলি ছিল সব ছিঁড়ে দেওয়ার ঘটনা ঘটল। অভিযোগের আঙুল বিজেপির বিরুদ্ধে। তবে দলটির নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করছেন। যে হকারের কাছ থেকে কাগজ ছিনিয়ে ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠছে, তিনিও কোনও দলের নাম করেননি। তবে জানিয়েছেন যারা এসেছিল তাদের সঙ্গে সিন্ডিকেট যোগ রয়েছে।
সম্প্রতি ওই রাজ্যের একটি দৈনিক ‘প্রতিবাদী কলম’ কৃষিমন্ত্রী প্রাণজিৎ সিনহা রায়ের দফতরে ১৫০ কোটি টাকার কেলেঙ্কারির সংবাদ প্রকাশ করে। এর পরেই আক্রান্ত হল সংশ্লিষ্ট সংবাদপত্রটি। উদয়পুরের রাস্তায় কাগজ ছিঁড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল।
সম্প্রতি কোভিড মোকাবিলা বিস্তর অভিযোগ ঘিরে সংবাদ প্রকাশের কারণে প্রকাশ্যে সব সংবাদপত্র ও সংবাদ মাধ্যমকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এই নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়। সাংবাদিক সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীর সমালোচনা করা হয়। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বিভিন্ন মাধ্যমের কয়েকজন সাংবাদিক আক্রান্ত হন। এতে বিতর্ক আরও বাড়ে।
ত্রিপুরায় পরিবর্তনের পর বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসতেই প্রধান বিরোধী দল সিপিআইএমের দৈনিক মুখপত্র বন্ধ করে দেওয়ার বিতর্ক দানা বেধেছিল। আইনি পথে সেই সংবাদপত্র পুনরায় প্রকাশ শুরু হয়েছে। বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন সংবাদপত্রের উপর ক্ষোভ দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার মন্ত্রীর দফতরের কেলেঙ্কারির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর সেই সংবাদপত্র নষ্ট করার ঘটনায় বিতর্ক আরও বাড়ল।