শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন, ‘ভাতিজা’কে (পড়ুন ভাইপোকে) মুখ্যমন্ত্রী করতে চাইছেন দিদি! এভাবে আসলে পরিবারতন্ত্রের প্রশ্নেও আঘাত করতে তৃণমূলকে চেয়েছিলেন তিনি। কিন্তু শাহর বিমান কলকাতা বিমানবন্দর ছেড়ে ওঠার আগে এই পরিবারতন্ত্র ইস্যুই ব্যুমেরাং হয়ে তাঁর দিকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে তৃণমূল প্রশ্ন তুলল, আচ্ছা বলুন তো ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসক হওয়ার কী যোগ্যতা রয়েছে আপনার শ্রীমানের?
প্রসঙ্গত, শাহকে জবাব দিতে গতকাল রাত সওয়া ৯টা নাগাদ তৃণমূলের তরফে একটি বিবৃতি প্রকাশ করে সরাসরি প্রশ্ন তোলা হয় অমিত পুত্র জয় শাহকে নিয়ে। রাজ্যের শাসক দলের স্পষ্ট বক্তব্য, ‘কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত স্তরে ভিত্তিহীন অভিযোগ করেন অমিত শাহ? জয় শাহরই বা কী যোগ্যতা রয়েছে ভারতের ক্রিকেট বোর্ডের প্রশাসক হওয়ার। কোন ম্যাজিক ফর্মুলায় বিসিসিআইয়ের সচিব হয়েছেন জয় শাহ?’
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন অমিত শাহ। এবং তাঁর পুত্র জয় শাহ ছিলেন যৌথ সচিব। গত বছর বোর্ডে রদবদলের সময় সৌরভ গঙ্গোপাধ্যায় যখন বিসিসিআই প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন, সেই সময়েই বোর্ডের সচিব পদে নিযুক্ত হন জয় শাহ। তখন থেকেই ক্রিকেট ও রাজনীতিতে গুঞ্জন- পিতার পুণ্যেই পুত্র ধন্য। পরিবারতন্ত্র নিয়ে অমিত শাহর প্রশ্নের জবাব এবার এভাবেই দিতে চেয়েছে তৃণমূল। সেই সঙ্গে শাসক দলের অভিযোগ, মিথ্যার ঝুড়ি নিয়ে বাংলায় এসেছিলেন শাহ।