বঙ্গ বিজেপির মহারথীরা বাংলার মানুষের ভোটে যত বেশি সম্ভব লোকসভা আসন জিততে চাইছেন ।নিজেরা মেরে বদলার কথা বলছেন পরিবর্তনের বাংলায় ।সারা রাজ্যে দৌড়ঝাঁপ করে ধর্ম, অধর্ম, সংঘর্ষ, ভাগানোর কথা বলছেন। মানুষের মনের মধ্যে ধর্মান্ধতা ও অসহিষ্ণুতার বিষ ঢেলে দিচ্ছেন। বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নোংরা ব্যাক্তিগত আক্রমন করছেন।কথায় কথায় বোম গুলি চালানোর কথা বলছেন। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বউ বাচ্চাদের অনাথ করে দেওয়ার কথা বলছেন। আপনারা এত কথা বলছেন,এত লম্ফঝম্প করছেন, কিন্তু কেন্দ্রে আপনাদের দল গত সাড়ে চারবছর ধরে ক্ষমতায় থাকা সত্ত্বেও বাংলার উন্নয়নের জন্য আপনাদের মুখে একটা কথাও শোনা যায় নি কেনো?
* মমতা দিদি না হয় আপনাদের কথা অনুযায়ী অনেকগুলো অবাস্তব রেল প্রকল্প হাতে নিয়েছিলেন রেলমন্ত্রী হিসেবে। কিন্তু, তার মধ্যে যে প্রকল্পগুলো অধীর চৌধুরীর বিশ্বাসঘাতকতা এবং এই সরকারের বাংলাকে উপেক্ষা করার সিদ্ধান্তের পরেও বাতিল করা যায় নিই সেগুলোর কথা কিছু বলুন? প্রথম বছরে প্রায় শুন্য, দ্বিতীয় বছরে নাম মাত্র , তৃতীয় বছরের বাজেটে সামান্য কিছু এবং এই বছর বাজেটে তার তুলনায় কিছুটা বেশি। বাংলার অসমাপ্ত রেল প্রকল্পগুলির প্রতি এই বৈমাত্রেয় সুলভ আচরণের বিরুদ্ধে আপনাদের আওয়াজ কোথায় ?
* রাজ্যের চটকল শিল্পের পুনরুজ্জীবনের জন্য কেন্দ্রীয় সরকার কী কী পরিকল্পনা নিয়েছেন? চটজাত দ্রব্যের ব্যাবহার কে উৎসাহ দেওয়ার জন্য কী কী উদ্যোগ নিয়েছেন? প্লাস্টিক লবির চাপের কাছে নতিস্বীকার করে কেনো বাংলার চটকল গুলিকে স্বেচ্ছামৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছে কেন্দ্রের সরকার? বাংলাকে ভাতে মারার লক্ষে কেনো এই পক্ষপাতমূলক আচরন? আপনাদের প্রতিবাদ কোথায়?একতরফা নীতি গ্রহন করে বাংলার চটকলগুলিকে শশ্মান বানিয়ে সেখানকার সাধারণ কর্মচারীদের ধর্ম আফিমে নেশাগ্রস্ত করে সমাজে বিভেদের রাজনীতি করছেন কিন্তু তাদের পেটে দু বেলা ডাল রুটির ব্যাবস্থা সেই মমতা দিদি কেই করতে হচ্ছে!! আপনারা বাংলার চটকলগুলিতে দুরবস্থা নিয়ে সোচ্চার হতে দিল্লিতে কয়বার গেছেন?
* বাংলার চা বাগান গুলোর পুনরুজ্জীবনের জন্য কী কী পরিকল্পনা নিয়েছে কেন্দ্রের সরকার এই তিন বছরে? চা বাগানের মালিকদের অন্যায় দাবীকে প্রশ্রয় দিয়ে তাদের কেনো সুযোগ করে দেওয়া হচ্ছে যখন তখন ইচ্ছেমতন বাগান বন্ধ করে দেওয়ার। কেনো তাদের অতিরিক্ত মুনাফা লাভের অবৈধ ভাবনাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে? আপনাদের মুখ বন্ধ কেনো?
* রাজ্যের জাতীয় সড়কগুলোর বেহাল অবস্থার অবসানে কী ব্যাবস্থা নিয়েছে কেন্দ্রের বি জে পি সরকার? কোথাও কোথাও জমি অধিগ্রহণের সমস্যার অজুহাত দেখিয়ে বাংলার প্রায় সব কয়টি জাতীয় সড়কের ন্যূন্যতম রুটিন মেরামতির কাজেও কেনো অনাবশ্যক গা ছাড়া মনোভাব জাতীয় সড়ক উন্নয়ন সংস্থার? ৩৪ নম্বর জাতীয় সড়কের অবস্থা ফারাক্কা ব্রীজের পর থেকেই কেনো ভয়াবহ? আপনাদের প্রতিবাদ কোথায়? সমস্যা সমাধানে আপনাদের ভূমিকা কী?
* বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে কী বিশেষ ব্যাবস্থা নিয়েছে কেন্দ্রের সরকার এই সাড়ে চার বছরে? এবং যদি নিয়ে থাকে তাহলে এর প্রভাব কী?আপনারা সীমান্ত অনুপ্রবেশ ও চোরাচালান নিয়ে কেন্দ্রীয় সরকারের ব্যার্থতার বিরুদ্ধে একবারের জন্যও সোচ্চার হন নি কেনো?
*দমদম থেকে ব্যারাকপুর, দমদম থেকে বারাসাত মেট্রো রেল এর কাজ গত তিন বছরে কেনো প্রায় চোখে পড়ছে না? এই মেট্রো প্রকল্পগুলির কাজে গতি আনার জন্য কী ব্যাবস্থা নেওয়া হয়েছে? রাজ্যের অন্যান্য অসমাপ্ত রেল প্রকল্পগুলি দ্রুত শেষ করার জন্য কি পরিকল্পনা নেওয়া হয়েছে?এই বিষয়ে গত সাড়ে চার বছরে রাজ্য বি জে পির ভূমিকা কী?
* সারদা মামলার তদন্ত সাড়ে তিন বছর অতিক্রান্ত। সি বি আইএর তদন্ত এখনো সমাপ্ত হলো না। ই ডির তদন্ত কোন পর্যায়ে তারও কোনো খবর নেই। কেন্দ্রীয় অর্থ দপ্তরের অধীনে থাকা যেইসব সংস্থার আধীকারিকরা সারদা সহ সমস্ত চিট ফান্ডের স্বর্ণযুগে ঘুমিয়ে ছিলেন এবং নিজেদের দায়িত্বে অবহেলা করেছিলেন তাদের বিরুদ্ধে কী বিভাগীয় ব্যাবস্থা নিয়েছেন? ই ডির যে সমস্ত অফিসাররা সেতু বন্ধন এর কাজ করেছিলো তাদের বিরুদ্ধে কী ব্যাবস্থা নেওয়া হয়েছে? সারদা তদন্ত এত ঢিমেতালে কেনো হচ্ছে? আপনাদের গলায় “ভাগ মুকুল ভাগ” আর শোনা যায় না কেনো?
* বিগত ইউ পি এ সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এবং প্রথমে বি জে পি সরকার সেই সিদ্ধান্ত মেনে নিলেও পড়ে কোন রহস্যজনক কারণে আসানসোলের হিন্দুস্থান কেবলস এর অধিগ্রহণের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসে কারখানাটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো? কেনো কয়েক হাজার পরিবারকে আশ্বাস দিয়েও অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হলো?এই বিষয়ে আপনারা চুপ কেনো? কেন্দ্রের এই হঠকারী বাংলাবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ কোথায়?
* খাগরাগর কান্ডের এন আই এ তদন্তে জঙ্গী জামাত ও তৃনমূল যোগের যে কথা শোনা গিয়েছিলো তার প্রামাণ্য তথ্য কই? তৃনমূল সাংসদ ইমরান এর সাথে জঙ্গী যোগের যে খবর ছিলো তার সত্যতা কী প্রমান হলো? কোনো প্রমান ছাড়াই বাংলাকে কালিমালিপ্ত করার এই নোংরা প্রয়াসে আপনারা নিশ্চুপ ছিলেন কেনো?
* বাধের জমা জল সমহারে বন্টন না করে কেনো ঝারখণ্ড ও বিহারকে প্রায় শুষ্ক রেখে ডি ভি সিকে দিয়ে বাংলার বিস্তির্ণ এলাকা ভাসিয়ে দেওয়া প্রতি বছর বর্ষার সময় ? কেনো সেই সময় আপনাদের গলায় প্রতিবাদের আওয়াজ শোনা যায় না?
বাংলার পক্ষে এইসব বিষয়গুলি নিয়ে একবারও কী আপনারা মুখ খুলেছেন দিল্লিতে আপনাদের দলের সরকারের কাছে? আমার তো একবারের জন্যও মনে পরছে না।
আগে বাংলার উন্নয়নের জন্য কিছু করুন। বাংলার মানুষের সুবিধা, অসুবিধার কথা ভাবুন। বাংলার মানুষের প্রতি উপেক্ষার প্রতিবাদ করুন। বাঙালীকে সুযোগ পেলেই ভাতে মারার প্রচেষ্টার বিরুদ্ধে গর্জে উঠুন। তারপর নয় বাংলা আর বাঙালীর ওপর নিজেদের অধিকার প্রতিষ্ঠার দিবা স্বপ্ন দেখবেন।
শুধু উত্তর-পশ্চিম- দক্ষিন ভারত থেকে ভাড়াটে সৈন্য নিয়ে এসে বাংলায় “সংঘর্ষ” আর “ভাগানো”র কথা বলে বর্গীদের হাতে বাংলাকে তুলে দেওয়ার স্বপ্ন দেখবেন আর বাঙালী আনন্দে মত্ত হয়ে আপনাদের সমর্থন করবে এতটাও আশা করবেন না । পস্তাতে হবে।
আবার বলছি। আগে বাংলাকে জানুন,চিনুন, বাংলার উন্নয়নের কথা বলুন, নিজেদের ক্ষমতার সদব্যাবহার করে বাংলার উন্নয়নের জন্য কিছু করুন, তারপর না হয় বাংলাকে আর বাঙালীকে শাসন করার স্বপ্ন দেখবেন!!!
(মতামত লেখিকার ব্যক্তিগত)