আহমেদাবাদের কাপড়ের গুদামে আজ বিধ্বংসী অগ্নিকাণ্ড। যার জেরে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং একাধিক ব্যক্তি গুরুতর জখম। ঘটনাটি ঘটেছে বুধবার পিরানা ডামপিং ইয়ার্ডের কাছে গণেশনগর এলাকার একটি কাপড়ের গুদামে। গণেশনগরের টরেন্ট পাওয়ার স্টেশনের কাছে থাকা এই গোডাউনে পোশাক তৈরির ইউনিটে আগুন লাগে আজ দুপুরে। আহমেদাবাদ ফায়ার অ্যান্ড এমারজেন্সি সার্ভিসেসের আধিকারিকেরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন। আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা।
দমকল সূত্রে খবর, ওই সময় গোডাউনে প্রায় ১০ জন কর্মী কাজ করছিলেন। গোডাউনের ভিতরে বিড়ি বা সিগারেট থেকে আগুন ছিটকে শর্ট সার্কিটের পরই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকল কর্তৃপক্ষের। এলাকাবাসীরাই দমকলকে ফোন করে খবর দেয় এবং নিজেরাও আগুন নেভানোর কাজে হাত লাগায়। প্রায় ২৪টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। ৫০ জন আধিকারিক রয়েছেন আগুন নেভানোর কাজে।
যদিও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে নয়। কোথাও কোথাও ধোঁয়া উঠছে নতুন করে। ভিতরে নানা ধরনের কাপড় থাকায় আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। সিল্ক জাতীয় কাপড় থাকায় আগুন বেশি করে ছড়িয়ে পড়ে। সেখানকারই এক সাধারণ বাসিন্দা নিজামুদ্দিন আনসারি এই ঘটনায় নিজের একটি পা হারিয়েছেন। গুরুতর জখমদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছে দমকল।