বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মহামায়ার সঙ্গে তুলনা করলেন তৃণমূল নেতা মানস ভুঁইয়া। ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব। ত্রিদেবই মহিষাসুরকে বধ করতে ব্যর্থ হয়েছিলেন। ত্রাতা হিসেবে এগিয়ে এসেছিলেন মহামায়াই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই মহামায়া। যে যতই নিজেকে স্বর্গের ইন্দ্ররাজার বরপুত্র ভাবুন আর কৃষ্ণের অবতার ভাবুন। মহামায়াই মহিষাসুরকে বধ করেছিলেন। তাই বাংলা ও ভারতের মহামায়ার প্রতিরূপ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অশুভ শক্তির নাশ করবেন। এমনই মন্তব্য করেছেন মানস ভুঁইয়া।
সামনেই বিধানসভা ভোট। জোরকদমে প্রস্তুতি চলছে তৃণমূল শিবিরে। বিভিন্ন সভা থেকে বিজেপির উদ্দেশ্যে তোপ দাগছেন মমতা। বিজেপির বিভিন্ন জনবিরোধী পদক্ষেপ নিয়ে সরব হচ্ছেন দলের নেতারাও। এবার মুখ খুললেন মানস।
মানস স্পষ্ট জানালেন মহামায়া রূপে তিনিই সমস্ত অশুভ শক্তির বিনাশ করবেন।।এই অশুভ শক্তি যে আসলে বিজেপি তা আর বলার অপেক্ষা রাখে না।