মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দুর্গাপুজোর আগেই শহরের রাস্তায় নেমেছে দ্বিতল বাস। এবার ধীরে ধীরে সেজে উঠছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল নিউটাউন। নিউটাউনের বাসিন্দারা এবার নিজেদের এলাকায় স্মার্ট বাসস্টপ পেতে চলেছেন। যা হিডকোর পক্ষ থেকে আগামী ৫ নভেম্বর উদ্বোধন করা হবে। জানা গিয়েছে, যেমনটা বিদেশের শহরে দেখা যায় ঠিক তেমনটাই দেখা যাবে এই বাসস্টপে। বাসস্টপের আধুনিক চেহারার সঙ্গে যাত্রী ও যাত্রীবান্ধব সমস্তরকম সুবিধাই থাকবে।
হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন এই প্রসঙ্গে আজ জানান, একটি বাসস্টপ তৈরি করা হয়েছে কোল ইন্ডিয়া অফিসের সামনে, সেখানে যাত্রীবান্ধব সুবিধা, যেমন বসার জায়গা, ম্যাগাজিন কর্নার, ছোট চা–কফির কিয়স্ক এবং বাসের জন অপেক্ষারত যাত্রীদের কথা ভেবে অন্য সুবিধাও রাখা হয়েছে। সরকারিভাবে জানা গিয়েছে যে, বাসস্টপে ডিসপ্লে বোর্ড রাখা হয়েছে যেখানে সময় ও সেখান থেকে গুরুত্বপূর্ণ জায়গার জাওয়ার দিক নির্দেশনা। ওই ডিসপ্লে বোর্ডে এলাকার ম্যাপ এবং ওই যাত্রী কোথায় দাঁড়িয়ে রয়েছে তাও দেখাবে।
সূত্রের খবর, হিডকোর পক্ষ থেকে জানানো হয়েছে, আরও দু’টি বাসস্টপ খুব শীঘ্রই উদ্বোধন হবে। প্রসঙ্গত, পুজোর আগে এনকেডিএ–এর পক্ষ থেকে প্রথম সাইকেল স্ট্যান্ডের উদ্বোধন হয় নিউটাউনে। নজরুল তীর্থের বিপরীতে এই স্ট্যান্ড রয়েছে। নিউটাউনে যাত্রীদের সব ধরনের সুবিধা গড়ে তুলতে বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে নিউটাউন কর্তৃপক্ষ। এর আগে সবুজায়নের জন্য নতুন গড়া এই উপনগরী ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল (আই জি বি এস) এর প্ল্যাটিনাম সার্টিফিকেটে ভূষিত হয়েছিল।