নামবদলের রাজনীতি বিজেপির কাছে নতুন নয়। উত্তরপ্রদেশে একের পর এক জায়গার নাম বেমালুম পাল্টে ফেলেছে যোগী আদিত্যনাথের সরকার। আর এবার তারকেশ্বরের আস্তারা গ্রামের পরিচিতিও পাল্টে ফেলল তারা। এই গ্রামের নাম বদলে রাখা হয়েছে মোদীপাড়া। গোটা গ্রাম জুড়ে লাগানো হয়েছে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া বড় বড় ফ্লেক্স এবং বিজেপির ব্যানার। প্রতিটি ব্যানারে লেখা আছে মোদীপাড়া। আর তাই নিয়েই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে এই গ্রামে।
গতকাল এই গ্রামেই ছিল তৃণমূলের বিজয়া সম্মিলনী। সেই অনুষ্ঠানকে বানচাল করতে এই ব্যানার লাগানো হয়েছিল বলে অভিযোগ তুলেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এলাকাকে অশান্ত করতে এবং এলাকায় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে বিজেপি রাতের অন্ধকারে এই ব্যানার লাগিয়েছে। এই ঘটনায় প্রবল ক্ষুব্ধ আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আনন্দমোহন ঘোষও।
তিনি বলেন, ‘‘এই গ্রাম বিশিষ্ট চিকিৎসক শঙ্কর বেড়ার গ্রাম। এই গ্রাম বিশিষ্ট ফুটবলার শ্যাম মান্নার গ্রাম। তাঁদের নামে পাড়া বা গ্রামের নাম হলে অনেকেই আনন্দিত হত। কোনও দল যদি কদর্যভাবে নিজেদের প্রচার করে সেটা মানুষ বুঝবে। মানুষ বিচার করবে। তবে তৃণমূলের কোনও নেতা কর্মী বিজেপির এই প্ররোচনায় পা দেয়নি বা দেবেও না। কারণ সেই শিক্ষা তৃণমূলের রয়েছে। তাই আমরা এই ঘটনার প্রতিবাদ করব। কিন্তু কোনও অশান্তি যাতে না হয় সেটাও খেয়াল রাখব।’’ এদিকে, গ্রামের নাম পাল্টে দেওয়ার এই খবর রটতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ক্ষুব্ধ গ্রামবাসীরাও।