শিলিগুড়িতে রাজ্যপালের মন্তব্যের পরেই পাল্টা তোপ রাজ্যের মন্ত্রী গৌতম দেবের। এদিন তিনি বলেন, রাজ্যপাল যেন আগুন নিয়ে না খেলেন। প্রসঙ্গত এদিন রাজ্যপাল দার্জিলিং-এ যাওয়ার আগে শিলিগুড়িতে করা সাংবাদিক সম্মেলনে বলেন, ডিএম, এসপিরা যেন কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ না করেন।
দার্জিলিং রওনা হওয়ার আগে রাজ্যপাল বলেন, করোনা পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। তিনি বলেন, কোনও রাজ্য একা কাজ করতে পারে না। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্য সরকারের গ্রহণ করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
এহেন মন্তব্যের পরেই রাজ্যপালের উদ্দেশ্য কটাক্ষ করেন বাংলার মন্ত্রী গৌতম দেব। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যপাল যেন সংযত হন। তার কখনই উচিত না এই ধরনের কাজ করা। রাজ্যপাল যেন আগুন নিয়ে খেলছেন।