ফের সামনে চলে এল গেরুয়া শিবিরের মুসলিম বিরোধিতা। এবার বিতর্কে জড়াল কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু সেনা’। দিল্লীর লোধি রোডে অবস্থিত ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টারের সাইনবোর্ড বিকৃত করার অভিযোগ উঠল হিন্দু সেনার বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে।
লোধি রোড এলাকায় সংস্থার সাইনবোর্ডে ‘জিহাদি টেররিস্ট ইসলামিক সেন্টার’ লেখা একটি পোস্টার দেয় অজ্ঞাতপরিচয় কয়েকজন। এরপরই এই কাজ যে তাঁদেরই, সেকথা স্বীকার করে নেয় হিন্দু সেনা গ্রুপ। ইতিমধ্যে ওই পোস্টার সরিয়ে দিয়েছে পুলিশ। মামলাও রুজু করা হয়েছে।
রবিবার লোধি রোডে অবস্থিত ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টারের সাইন বোর্ডটিতে কয়েকজন একটি পোস্টার সাঁটিয়ে দেয়। যাতে লেখা ছিল ‘জিহাদি টেররিস্ট ইসলামিক সেন্টার’।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা গ্রুপের বিকাশ গুপ্তা স্বীকার করে নেন, এই কাজ তাঁদের সংগঠনের সদস্যরা করেছে। তাঁর দাবি, গোটা বিশ্ব তথা ফ্রান্স এবং ভারতে জঙ্গী কার্যকলাপের পিছনে রয়েছে মুসলিম সম্প্রদায়ের লোকজন। তাই ক্ষোভবশত তাঁদের সংগঠনের সদস্যরা এই কাজ করেছে।
এরপরই বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক দেখা দেয়। টুইট করে দিল্লী পুলিশের সমালোচনা করেন শেহলা রসিদও। শেষপর্যন্ত অবশ্য নড়েচড়ে বসে পুলিশ। তড়িঘড়ি ওই পোস্টারগুলো সরিয়ে নেওয়া হয়। মামলাও রুজু করা হয়। যদিও সেটা আবার হিন্দু সেনার বিরুদ্ধে নয়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে।