গতকালই আলিপুর জানিয়েছিল বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে রোদঝলমলে আবহাওয়া থাকলেও আর্দ্রতা ছিল অত্যন্ত বেশি। ফলে গুমোট গরমে অস্বস্তি ক্রমশ বাড়ছিল। বেলা বাড়তেই ক্রমশ মেঘলা হচ্ছিল আকাশ। দুপুর হতেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কালো হয়ে আসে আকাশ।
আলিপুর আগেই জানিয়েছিল আজ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির ফলে ভূখণ্ডে দখিনা বাতাসের আনাগোনা বাড়তে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা। রাত ও ভোরের দিকে কমবে তাপমাত্রা।
ইতিমধ্যেই হুগলি জেলার একাধিক অংশে বৃষ্টি শুরু হয়েছে। আজ মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহবিদদের অনুমান, এই বৃষ্টির জেরে তাপমাত্রার সামান্য হেরফের হবে। এমনিতে গত কয়েকদিন ধরে ভোরের দিকে এবং রাতের বেলা পারদ পতন হচ্ছিল বেশ ভালোরকম। বাতাসে হাল্কা শিরশিরানিও ছিল। তবে গতকাল রাত থেকে কিছুটা উষ্ণতা বেড়েছিল। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল চরমে। তবে এই বৃষ্টির জেরে জাঁকিয়ে শীত না পড়লেও তাপমাত্রার কিছুটা হেরফের হবে এবং তা আবহাওয়ায় প্রভাব ফেলবে বলেই মনে করছেন আবহবিদরা।