আগামী বছরেই বাংলায় বহু প্রতীক্ষিত বিধানসভা নির্বাচন। তাই শুভ কাজে আর দেরি না করে ভোটকুশলী প্রশান্ত কিশোরের পরামর্শে রাজ্যজুড়ে প্রায় ৬০০ টি সভার পরিকল্পনা করেছে তৃণমূল। এই কর্মসূচীতে বিধানসভা কেন্দ্র পিছু অন্তত দু’টি সভা করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, দুর্গাপুজোর পর রাজ্যের যে কোনও রাজনৈতিক দলের কাছে জনসংযোগের অন্যতম মঞ্চ ‘বিজয়া সম্মিলনী’। করোনা আবহে বড় করে তা না করা গেলেও চুপচাপ বসে নেই রাজ্যের শাসক দল। জেলাস্তরে একেবারে নির্দেশিকা দিয়ে ওই কর্মসূচী সফল করতে বলা হচ্ছে। জানা গিয়েছে, সবকটি সভার সাফল্য–ব্যর্থতার দিকেই নজর রাখবে পিকের সংস্থা আইপ্যাক। তাই কর্মসূচীর ছবি ও ভিডিও সংশ্লিষ্ট এলাকায় ওই সংস্থার প্রতিনিধি মারফত দলীয় নেতৃত্বের কাছে পাঠাতে বলা হয়েছে।
কর্মসূচীর প্রথম পর্বে বিধানসভা পিছু দুই অথবা প্রয়োজনে তার বেশি সভা করতে দলের জেলা ও বিধানসভাভিত্তিক ভারপ্রাপ্ত নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি বছর দশমীতে দলের নেতা, কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তা বাতিল করা হয়েছিল। আগামী সপ্তাহের গোড়া থেকেই এই কর্মসূচী শুরু হয়ে যাবে জেলায়।