সম্প্রতি গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছিল হাথরস কাণ্ড। সেই ঘটনা এবং তার পর ঘটতে থাকা একের পর এক খুন-ধর্ষণের ঘটনায় প্রশ্ন তুলে দিয়েছে উত্তরপ্রদেশের শাসন ব্যবস্থা এবং নারী সুরক্ষা নিয়ে। ন্যাশনাল ক্রাইমস রেকর্ড ব্যুরো (এনসিআরবি)–র ২০১৯ সালের রিপোর্টেও উঠে এসেছে নারীদের ওপর অত্যাচারে শীর্ষে যোগীরাজ্যই। এবার শাসন ব্যবস্থার নিরিখে যোগী আদিত্যনাথ শাসিত উত্তরপ্রদেশ দেশের মধ্যে সবার শেষে বলে দাবি করল বেঙ্গালুরুর একটি স্বেচ্ছাসেবী সংস্থার সমীক্ষা। প্রাক্তন ইসরো প্রধান কে কস্তুরিরঙ্গনের নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন পাবলিক অ্যাফেয়ার্স সেন্টার এই সমীক্ষাটি করেছে।
মূলত সুসংহত উন্নয়নের পরিকল্পনা, জীবনধারণের মান, নাগরিকদের নিরাপত্তার মতো সূচকের নিরিখে সমীক্ষাটি করেছে স্বীকৃত এই স্বেচ্ছাসেবী সংস্থাটি। তাঁদের বিচারে দেশের মধ্যে সেরা রাজ্য নির্বাচিত হয়েছে কেরালা। এবং দেশের সবচেয়ে খারাপভাবে শাসিত রাজ্য নির্বাচিত হয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। যা নতুন করে অস্বস্তিতে ফেলেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। কারণ ২০১৬ সাল থেকে প্রতিবছর বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে পাবলিক অ্যাফেয়ার্স সেন্টারের করা দেশের বিভিন্ন রাজ্যের পারফরম্যান্সের এই তালিকাকে বেশ গুরুত্ব দিয়েও দেখা হয় গোটা দেশে।