‘মানুষখেকো পুলিশদের আর আগামীদিনে চাকরি করতে হবে না’, এবার দুর্গাপুরের সভা থেকে ফের উর্দিধারীদের উদ্দেশ্যে ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কর্মীদের আশ্বাস দিলেন, একুশে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবেই।
জেপি নাড্ডা আসার আগে রাঢ়বঙ্গের ৭ টি জেলাকে নিয়ে দুর্গাপুরে বৈঠক করেন বিজেপির নেতারা। সেখানে ছিলেন বিজেপি নেতা শিবপ্রকাশ ও রাজু বন্দ্যোপাধ্যায়, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, বর্ধমান সদর, বর্ধমান, বীরভূম ও আসানসোলের সভাপতিরা। সেই সভা থেকেই রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু বন্দোপাধ্যায় বলেন, ‘একশ্রেণির পুলিশ মানুষকে খুন করছে। পুলিশ মানুষ খেকো হয়ে গিয়েছে। ধরে ধরে সমস্ত ঘটনার তদন্ত হবে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকবে তাদের আর আগামীদিনে চাকরি করতে দেব না।’ দৃঢ় কন্ঠে তিনি বলেন, ‘২০২১ সালে আমরাই আসছি। তাই বাইরে থেকে খুনি, গুন্ডা বাংলায় এনে বিজেপিকে থামাতে চাইছে তৃণমূল।’
এরপরই শাসকদলকে কটাক্ষ করে রাজু বন্দোপাধ্যায় বলেন, ‘জঙ্গলমহলে হেরেছে তৃণমূল। তাই ছত্রধর মাহাতোকে এনেছে। উত্তরবঙ্গে হেরেছে। তাই দেশদ্রোহীতার অভিযোগ-সহ একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও গুরুংকে এনেছে। তৃণমূলকে সমর্থন করলে সাতখুন মাফ।’