যত দিন এগিয়েছে, তাঁকে নিয়ে বিতর্ক আর জল্পনা তত বেড়েছে। দলের প্রায় প্রত্যেকটি সিনিয়র ফুটবলারই প্রকাশ্যে সমালোচনা করেছেন তাঁর। তিনি জোসেপ মারিয়া বার্তোমেউ। যার সময়কালে বার্সাতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যেখান থেকে দাড়িয়ে এক দশকের উপর বার্সাতে কাটানো, তাদের অ্যাকাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা আর্জেন্টিনীয় তারকা লিওনেল মেসি পর্যন্ত আগের মরসুম শেষে ছাড়তে চেয়েছিলেন বার্সা। যার প্রধান কারণ অবশ্যই ছিলেন বার্তোমেউ।
এবার সেই তিনিই অনাস্থা ভোটের অপেক্ষা না করে হঠাৎই সরে গেলেন। সূত্রের খবর, বার্সেলোনার অন্দরে তিনি ক্রমশ একঘরে হয়ে পড়ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বোর্ড মিটিংয়ের পরই বার্তোমেউয়ের সঙ্গে বার্সেলোনার বাকি পরিচালকরাও পদত্যাগ করেছেন। উদ্ভুত পরিস্থিতিতে নতুন সভাপতি নিয়োগে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে স্প্যানিশ লা লিগা কতৃপক্ষকে।
নতুন এক্সিকিউটিভ বোর্ড নিয়োজিত হওয়ার আগে সাময়িকভাবে একটি ম্যানেজমেন্ট বোর্ডকে দায়িত্ব দেওয়া হবে। যারা ক্লাবের দৈনন্দিন কাজ দেখাশুনা করবেন। বিগত ১২ বছরে এই প্রথম গর মরশুম ট্রফিশূন্যভাবে শেষ করেছে কাতালানরা। এরপর লিওনেল মেসির ক্লাব ছাড়ার ঘোষণা নিয়েও প্রবল বিতর্কের মুখে পড়েছিলেন প্রেসিডেন্ট। কোচ বদল, অভ্যন্তরীণ নানা সমস্যা,ফুটবলারদের বেতন অব্যবস্থা সব মিলিয়ে চরম অস্থির পরিস্থিতিতে সবকিছুর দায় পড়েছিল বার্তোমেউয়ের ওপর। তাই একপ্রকার সরে দাঁড়াতে বাধ্যই হলেন তিনি।