ঘরের মাঠে এল ক্লাসিকোয় হার। তার উপর কার্ড ও চোট সমস্যায় জর্জরিত বার্সেলোনা বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নামছে জুভেন্তাসের বিরুদ্ধে। তনবে মনখারাপ মেসি এবং রোনাল্ডোর ভক্তরা।
ইউরোপ সেরা টুর্নামেন্টের সূচি ঘোষণা হওয়ার পর থেকেই এই ম্যাচ নিয়ে প্রত্যাশার পারদ চড়ছিল। মেসি-রোনাল্ডো দ্বৈরথ দেখতে মুখিয়ে ছিলেন ফুটবল অনুরাগীরা। তবে করোনায় আক্রান্ত হওয়ায় এই ম্যাচে অনিশ্চিত পর্তুগিজ মহাতারকা। গত ২২ অক্টোবর দ্বিতীয়বার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। ফলে বার্সেলোনার বিরুদ্ধে তাঁকে ছাড়াই দল সাজাতে হতে পারে কোচ আন্দ্রে পিরলোকে।
মাঠে নামার আগে দু’দলই খুব একটা ভালো জায়গায় নেই। গত শনিবার ক্যাম্প ন্যু’য়ে স্প্যানিশ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ ব্যবধানে পরাস্ত হয়েছে বার্সেলোনা। ছন্দে ছিলেন না লিও মেসিও। যা জুভেন্তাস ম্যাচের আগে চিন্তায় রাখছে কোচ রোনাল্ড কোম্যানকে। তার উপর রিয়ালের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় বুধবার খেলতে পারবেন না ফেলিপে কুতিনহো। যা বার্সেলোনার জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। চলতি মরশুমে কোম্যান জামানায় মাঝমাঠে কার্যকারী ভূমিকা নিতে দেখা গিয়েছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলারটিকে। ফলে তাঁর অনুপস্থিতিতে বার্সেলোনার মাঝমাঠের শক্তি কমবে। পাশাপাশি গ্রুপের প্রথম ম্যাচে লাল কার্ড দেখায় বুধবার নেই জেরার্ড পিকেও। বার্সেলোনার পাশাপাশি জুভেন্তাসও গত ম্যাচে জয়ের দেখা পায়নি। সিরি-এ’তে ভেরোনার বিরুদ্ধে ১-১ সমতায় ড্র করে তুরিনের ক্লাবটি। রোনাল্ডোর অনুপস্থিতিতে মোরাতার সঙ্গে ডায়বালাকে সামনে রেখে দল সাজিয়েছিলেন কোচ পিরলো। কেউই নজর কাড়তে পারেনি। তবে বার্সেলোনার বিরুদ্ধে আরও একবার এই দু’জনের উপরই ভরসা রাখতে বাধ্য হচ্ছেন ইতালির প্রাক্তন তারকা মিডিওটি।