রোজের প্রয়োজনীয় সামগ্রীর ক্রমশ মূল্যবৃদ্ধির বিরোধিতায় এবার উত্তরপ্রদেশ সরকারকে কড়া আক্রমণ করলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। তিনি বলেন, যোগী আদিত্যনাথ মানুষের সমস্যা নিয়ে নীরব। এদিকে মিথ্যা প্রোপাগান্ডার জন্য কোটি কোটি টাকা খরচ করেন। প্রিয়াঙ্কা লেখেন, “এখন উৎসবের মরশুম। উত্তরপ্রদেশে এই সময়ে মানুষের উপর মূল্যবৃদ্ধি চাপিয়ে দেওয়া হয়েছে। সবজির দাম আকাশছোঁয়া। কাজ এবং ব্যবসাও বন্ধ।”
কিন্তু এই বিজেপি সরকার মিথ্যা প্রোপাগান্ডার জন্য কোটি কোটি টাকা খরচ করে। তবে মানুষের সমস্যায় এখনও তাঁরা নীরব বলে এদিন কটাক্ষ করেন প্রিয়াঙ্কা। টুইটে উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করার পাশাপাশি প্রিয়াঙ্কা লখনউয়ে বিভিন্ন সবজির আকাশছোয়া দামের উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করেন।
বর্তমানে উত্তরপ্রদেশে কংগ্রেসের অন্যতম মুখ প্রিয়াঙ্কা গান্ধী। বারবার উত্তরপ্রদেশ সরকারের কড়া সমালোচনা করেছেন। হাথরাসের নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতেও দেখা গিয়েছিল তাঁকে। এই আবহে যোগী সরকারের প্রতি আক্রমণাত্মক মনোভাব জারি রেখে মূল্যবৃদ্ধি নিয়ে আবার উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করলেন তিনি।