মোট করোনা সংক্রমিতের নিরিখে ৮০ লক্ষের কোটা পার করে ফেলার পথে ভারত। কিন্তু দৈনিক সংক্রমণ বৃদ্ধিতে খানিকটা হলেও লাগাম টানা গিয়েছে। তিন মাসেরও বেশি সময় পর ভারতে দৈনিক সংক্রমণ ফের ৩০ হাজারের কোটায় নেমে এসেছে। ফের নতুন করে যাতে সংক্রমণ বেলাগাম না হয়ে যায় তাই আনলকের নয়া গাইডলাইনস আনার পথে হাঁটল না কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানান হয়েছে যে নতুন করে কোনও শিথিলতা ঘোষণা করা হবে না। এই মুহূর্তে যা নিয়ম আছে সেটিই বলবৎ থাকবে ৩০ নভেম্বর অবধি।
এর অর্থ হল এখনও চালু হল না লোকাল ট্রেন। শুধু যে সব রাজ্য অনুরোধ করছে, সেখানেই ট্রেন চালানো হচ্ছে। বন্ধ থাকল আন্তর্জাতিক বিমান পরিষেবা ট্র্যাভেল বাবল ছাড়া অন্যান্য রুটে। সিনেমা হলে ৫০ শতাংশের বেশি দর্শক প্রবেশ থাকছে নিষিদ্ধ। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের দায় থাকছে সংশ্লিষ্ট রাজ্য সরকারের ওপর। বন্ধ স্থানে ২০০ লোকের ওপর জমায়েতের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকল। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, কনটেনমেন্ট জোনগুলিতে ৩০ নভেম্বর পর্যন্ত লকডাউন জারি থাকবে। ব্যক্তি ও জিনিসপত্রের বিভিন্ন রাজ্যের মধ্যে চলাচলের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকবে না। এরজন্য আগের মতোই অনুমতির প্রয়োজন হবে না।