সদ্যই বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দিয়েছেন দশভূজা। আকাশে বাতাসে এখনও পুজোর গন্ধ। দুর্গাপুজোর পর এবার লক্ষ্মী-কালীপুজোর অপেক্ষায় দিনগোনা শুরু করেছে বাঙালি। আর বাঙালির পুজো মানেই রকমারি খাবার-জমিয়ে ভুরিভোজ। এবার তাতেই বাদ সাধছে পেঁয়াজ! কারণ, পেঁয়াজের দাম এবার সেঞ্চুরি হাঁকানোর পথে।
কলকাতা থেকে জেলা, সর্বত্রই পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল আসছে আমবাঙালির। কারণ, কোথাও পেঁয়াজ বিকোচ্ছে ৮০ টাকা কিলোয়। আবার কোথাও ১ কিলো পেঁয়াজ কিনতেই শেষ হচ্ছে ৯০ টাকা। বাজারের বাকি সবজির দামও বেশ চড়া। কোথাও এককেজি টমেটো বিকোচ্ছে ৮০ টাকায়। কোথাও পটল বিকোচ্ছে ৬০ টাকায়। কলকাতায় বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। আলুর দামও উর্দ্ধমুখী। এদিকে করোনার কারণে চলতি বছরে সকলেরই পকেটে টান। ফলে উৎসবের মরশুমে ব্যাগ ভরা বাজার নিয়ে ঘরে ফিরতে কার্যত নাজেহাল হতে হচ্ছে খাদ্যরসিক বাঙালিকে।
কলকাতার বাসিন্দা এক ব্যক্তির কথায়, ‘মোদী সরকারের আমলে মূল্যবৃদ্ধি চরমে উঠেছে। পেঁয়াজের যা অবস্থা, তাতে বাকি বাজার করা দুষ্কর হয়ে উঠছে। করোনার জন্য এমনিতেই কম-বেশি সকলেই আর্থিক সমস্যায় রয়েছেন। তার মধ্যে পুজোর মরশুমে বাজারের এই অবস্থা হলে খুব অসুবিধা।’ বাজারি ফিরতি সকলের মুখে কার্যত একই বুলি। কেউ কেউ আবার দাবি জানাচ্ছে অবিলম্বে পেঁয়াজের দাম কমানোর। কেউ আবার পেঁয়াজের দামের ঝাঁজে নিরামিষাশি হওয়ার চিন্তাভাবনা শুরু করেছেন!