গাড়ির ট্যাঙ্ক ভরে নিন। কারণ উৎসব মরসুম কাটলেই বাড়তে চলেছে পেট্রোল-ডিজেলের দর। ৬ টাকা পর্যন্ত দামি হতে চলেছে জ্বালানি তেল।
করোনা সংক্রমণের জেরে ভারতের অর্থনীতি চুড়ান্ত লোকসানের সম্মুখীন হয়েছে৷সরকারি কোষাগারের হাঁড়ির হাল। খরচ চালানোর জন্য আরও অর্থের দরকার। তাই অর্থব্যবস্থাকে চাঙ্গা করতেই কোষাগার ভরার জন্য পেট্রোল ডিজেলের এক্সসাইজ ডিউটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।
অপরিশোধিত তেলের দাম কমায় পেট্রোল-ডিজেলের দর কমা উচিত। কিন্তু সরকার এই পরিস্থিতিতে অর্থের সংস্থান করতে চাইছে। জানা গিয়েছে, পেট্রোল-ডিজেলে শুল্ক বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। তা ৬ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে খবর। চলতি বছরে ইতিমধ্যেই পেট্রোলে লিটারে ১০ টাকা ও ডিজেলে ১৩ টাকা শুল্ক বাড়িয়েছে কেন্দ্র।
পেট্রোল-ডিজেলে ১ টাকা শুল্ক বাড়ালে সরকারের কোষাগারে ঢুকবে ১৩০০০-১৪০০০ কোটি টাকা। ভারতে অপরিশোধিত তেলের ৮২ শতাংশই আসে বাইরে থেকে।
এখন পেট্রোলে প্রতি লিটারে সরকারকে কর-শুল্ক বাবদ দিতে হয় ৩১.৮৩ টাকা। ২০১৪ সালের মে মাসে পেট্রোলে দিতে হত ৯.৪৮ টাকা। ডিজেলে ৩.৫৬ টাকা।