যোগীর পুলিশের বিরুদ্ধে বিষোদগার করে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছিল গোটা দেশজুড়ে। আর তারপরই সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছিল হাথরস কাণ্ডের তদন্তভার। এবার হাথরসের নির্যাতিতার গণধর্ষণের অন্যতম অভিযুক্ত লব কুশ শিকরওয়ারের বাড়ি থেকে ‘রক্তমাখা’ কয়েকটি পোশাক উদ্ধার হয়েছে বলে দাবি করল সিবিআই। তবে তাদের এই দাবিকে সরাসরি অস্বীকার করেছেন অভিযুক্তের পরিবারের সদস্যরা। পাল্টা তাঁদের দাবি, সিবিআই যেটা রক্ত বলে সন্দেহ করছে, তা আদৌ রক্ত নয়। লাল রং।
অভিযুক্তের পরিবার এ প্রসঙ্গে দাবি করেছে, লবের দাদা রবি রঙের কারখানায় কাজ করেন। সেখান থেকেই পোশাকে লাল রং লেগেছে। অন্য দিকে, লবের ছোট ভাই ললিত জানান, সিবিআইয়ের একটি দল আড়াই ঘণ্টা ধরে গোটা বাড়িতে তল্লাশি চালিয়েছে। তখনই লাল রং লেগে থাকা পোশাকগুলি তদন্তকারীদের চোখে পড়ে। তদন্তের স্বার্থে সেগুলো সঙ্গে নিয়ে গিয়েছেন তাঁরা। এর পরই ললিত বলেন, “ওই পোশাকগুলো দাদার। ও রঙের কারখানায় কাজ করে। সেখান থেকেই লাল রং লেগেছে। ওটা যে রক্ত নয়, আশা করি তদন্তকারীরা সেটা বুঝতে পেরেছেন।”
কয়েক দিন আগেই হাথরস কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। তারপরই নির্যাতিতার গ্রাম বুলা গড়হীতে যায় সিবিআইয়ের একটি দল। গত চার দিন ধরে সেখানেই রয়েছে দলটি। সিবিআই সূত্রে খবর, নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। তথ্য জোগাড়ের জন্য ঘটনাস্থলে নির্যাতিতার ভাই, কাকিমা এবং মাকে নিয়ে গিয়েছিলেন তাঁরা। বৃহস্পতিবার অভিযুক্তদের বাড়িতেও গিয়েছিলেন তদন্তকারীরা। অভিযুক্তদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন। অভিযুক্ত লবের বাড়িতে তদন্ত করতে গিয়েই ‘রক্তমাখা’ পোশাকগুলো হাতে আসে বলে দাবি তদন্তকারীদের।