পুজোর আগেই গরিব পুরোহিতদের ভাতা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ৮ হাজার পুরোহিতের তালিকা তাঁদের কাছে রয়েছে। সবাইকে মাসে হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। এবার নবান্নের তরফে জানানো হয়, সব আদিবাসী পুরোহিতদের ভাতা দেওয়া হবে। এছাড়া দ্বিতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত মন্দিরের পুরোহিতদের নামের তালিকাও চেয়ে পাঠানো হয়েছে নবান্নের তরফে।
নবান্নের তরফে সব জেলার জেলাশাসকদের এই নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে বলে হয়েছে, রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় সব আদিবাসী পুরোহিতদের ভাতা দেওয়া হবে। তাই সেইসব পুরোহিতদের নামের তালিকা ও তাঁরা কোন মন্দিরে পুজো করেন তার বিস্তারিত তালিকা যত তাড়াতাড়ি সম্ভব নবান্নে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জেলাশাসকদের আরও বলা হয়েছে, ইতিমধ্যেই সব জেলা থেকে প্রথম পর্যায়ের নামের তালিকা চলে এসেছে সরকারের কাছে। কিন্তু মাথায় রাখতে হবে রাজ্যের সব গুরুত্বপূর্ণ মন্দিরের পুরোহিতরা যেন ভাতা পান। তাই সব জেলার জেলাশাসকদের জানানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব প্রতিষ্ঠিত মন্দিরের পুরোহিতদের তালিকা পাঠানোর জন্য। দ্বিতীয় দফায় এইসব নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছে।
রাজ্যে কী কী মন্দির রয়েছে তার একটি তালিকা নবান্নের তরফে দিয়ে দেওয়া হয়েছে। তাই সেইসব মন্দির ও সেখানে পুজোর দায়িত্বে থাকা পুরোহিতের নামের তালিকা করে পাঠাতে হবে। যদি কারও নাম বাদ পড়ে গিয়ে থাকে, তাহলে ফের নতুন করে তাঁর নাম পাঠানোর কথাও বলা হয়েছে। আর যদি ইতিমধ্যেই কারও নামের তালিকা পাঠিয়ে দেওয়া হয় তাহলে দ্বিতীয় বার যেন সেইসব নাম আর না পাঠানো হয় সেদিকেও লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে।