আগামী মাসেই বিহারে বিধানসভা ভোট। তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কটাক্ষ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এদিন পাটনায় সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, ‘‘বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ক্লান্ত হয়ে পড়েছেন। রাজ্যের ভার সামলানো ওঁর পক্ষে সম্ভব নয়। উনি উন্নয়ন, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামো ও দারিদ্র নিয়ে কথা বলতে চান না। উনি বলেন বিহারে জমি সমস্যায় শিল্প স্থাপন করা যায় না। তাই চাকরির সুযোগও তৈরি হয় না।’’
উল্লেখ্য, আজ রাঘোপুর বিধানসভায় মনোনয়ন জমা দেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নীতীশ কুমারকে আক্রমণ করে লালুপ্রসাদ যাদবের পুত্র বলেন, ‘‘আমরা আমাদের প্রতিশ্রুতি পালন করব। আমরাই সরকার গঠন করব। আমার আশাবাদী, বিহারের মানুষ আমাদের দলকে অবশ্যই নির্বাচন করবে।’’
এদিকে তেজস্বীর দলকে পালটা আক্রমণ করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বিহারের বিজেপি সংগঠনের টুইটে জানিয়েছেন, ‘‘আরজেডি দফতর অতিক্রম করার সময় ঐতিহ্যের ছবি খুঁজছিলাম। কিন্তু কোথাও সেটা পেলাম না। ঐতিহ্যের কথা বললে মনে পড়ে যায় আতঙ্কের কথা, লুঠপাটের কথা, দুর্নীতির কথা। ছবি লুকিয়ে কি আপনারা আপনাদের ঐতিহ্য ভুলতে পারবেন?’’
এদিকে আজই পুত্র লব সিনহার রাজনীতিতে আসা নিয়ে টুইট করেছেন বাবা শত্রুঘ্ন সিনহা। বিহারের বাঁকিপুর বিধানসভা আসন থেকে কংগ্রেসের হয়ে লড়বেন তিনি। সেই বিষয়ে প্রবীণ অভিনেতা টুইট করে জানালেন, সাধারণ মানুষের দাবিতে এবং কংগ্রেস নেতৃত্বের নির্দেশে তাঁর অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা পুত্র এবার রাজনীতির আঙিনায়। প্রসঙ্গত, ২৪৩ আসন সম্বলিত বিহার বিধানসভা নির্বাচনে বিরোধী মহাজোটের মুখ্য দল লালুপ্রসাদের RJD লড়বে ১৪৪টি আসনে। কংগ্রেসকে দেওয়া হয়েছে ৭০টি আসন।