করোনা ভাইরাসে আক্রান্তের নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমেই ফারাক কমছে ভারতের৷ বিশেষজ্ঞদের আশঙ্কা, উৎসবের মরশুমে আর সপ্তাহ দু’ য়েকের মধ্যেই এক নম্বর জায়গা দখল করে নিতে ভারত৷ কারণ বিধিনিষেধকে শিকেয় তুলেই উৎসব উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন বহু মানুষ।
আগামী সপ্তাহ থেকেই দেশে উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে৷ দুর্গাপুজো, দশেরা, দিওয়ালির মতো উৎসব চলবে নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত৷ তার সঙ্গে পাল্লা দিয়ে চলবে জমায়েত, ভিড় করা, কেনাকাটা, খাওয়া দাওয়া৷ এখনও পর্যন্ত এ সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার জন্য সে অর্থে সরকারি স্তরে কোনও কড়াকড়ি চোখে পড়ছে না৷ শুধুমাত্র মৌখিক আবেদনে যে মানুষের মধ্যে সচেতনতা ফিরবে না, তা বলাই বাহুল্য৷
পশ্চিমবঙ্গ সরকার কোভিড ১৯ নিয়ন্ত্রণের জন্য যে টাস্ক ফোর্সের গঠন করেছে, তার সদস্য চিকিৎসক অভিজিৎ চৌধুরীও দু্র্গা পুজোর ভিড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷ তাঁর কথায়, ‘পশ্চিমবঙ্গ নতুন ভাবনার ক্ষেত্রে বহু বিষয়ে পথ দেখিয়েছে৷ কিন্তু দুর্গা পুজোর আগেই মানুষ যেভাবে উদাসীনতা দেখাচ্ছেন, তাতে পুজোর সময় খারাপ কিছুরই ইঙ্গিত মিলছে৷ শিক্ষিত অনেক মানুষই যেভাবে করোনার বিধিনিষেধগুলিকে অমান্য করছেন, তা ভয় বাড়াচ্ছে৷ আমরা খুূবই খারাপ সময়ের দিকে এগিয়ে চলেছি৷