যেখানে দলে একজন বিশ্বকাপজয়ী অধিনায়ক আছে, সেখানে দীনেশ কার্তিক কেন অধিনায়ক? আইপিএল শুরুর সময় এবং টুর্নামেন্টের মাঝপথে এই প্রশ্ন বারবার উঠেছে। আইপিএলের প্রথম সাত ম্যাচে দলের অত্যন্ত সাধারণ মানের পারফরম্যান্সের পর সেই প্রশ্ন আরও জোরালো হয়েছিল। তারইমধ্যে দ্বিতীয় পর্যায়ের প্রথম ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব ছেড়ে দিলেন দীনেশ কার্তিক। তার বদলে দায়িত্ব পাচ্ছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান।
আজ আবুধাবিতে মু্ম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। তার কয়েক ঘণ্টা আগওই কেকেআরের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, “দীনেশ কার্তিক কেকেআরের ম্যানেজমেন্টকে জানিয়েছেন যে নিজের ব্যাটিংয়ে বেশি মনোযোগ দেওয়া এবং দলের জন্য আরও বেশি অবদান রাখার জন্য তিনি কেকেআরের অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি চান।”
স্বাভাবিকভাবেই কার্তিকের সেই প্রস্তাব মেনে নিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। সেইসঙ্গে নয়া অধিনায়ক হিসেবে মর্গ্যানের নামও ঘোষণা করা হয়েছে। যদিও মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে সেই সিদ্ধান্তে দলের পারফরম্যান্সে প্রভাব পড়বে কিনা, তা নিয়ে একটি অংশের তরফে প্রশ্ন তোলা হয়েছে। তবে কেকেআরে সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, টুর্নামেন্টের মাঝপথে অধিনায়কত্ব পরিবর্তনে দলের খেলায় কোনও প্রভাব পড়বে না।