করোনা পরিস্থিতি মোকাবিলায় মোদী সরকার চূড়ান্ত ব্যর্থ। শুরু থেকেই এই অভিযোগ করে আসছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি দাবি করলেন, সব প্রতিবেশী দেশই করোনা পরিস্থিতি ভারতের থেকে ভালভাবে সামলেছে। এমনকী, পাকিস্তান এবং আফগানিস্তানও। করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির বেহাল দশা সংক্রান্ত একটি পরিসংখ্যান তুলে ধরে এই দাবি করেছেন রাহুল।
উল্লেখ্য, সম্প্রতি করোনা পরবর্তী সময়ে ভারতের আর্থিক পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগজনক পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার। আইএমএফের রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরে (২০২০) ভারতের জিডিপি সংকুচিত হতে পারে ১০.৩ শতাংশ হারে। এর কারণ হিসেবে বলা হয়েছে, লকডাউনের জন্য এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতের জিডিপি ২৩.৯ শতাংশ সংকুচিত হওয়াকে। এই ধাক্কা সামাল দেওয়া অর্থনীতির পক্ষে কার্যত অসম্ভব। যার ফলে দেশের অর্থনীতির সংকোচন ১০ শতাংশেরও বেশি হতে পারে। আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী, প্রতিবেশী দেশগুলির মধ্যে করোনা পরবর্তীকালে অর্থনীতির নিরিখে ভারতের অবস্থাই সবচেয়ে খারাপ হতে চলেছে। এমনকী, মাথা পিছু জিডিপির নিরিখে বাংলাদেশের থেকেও পিছিয়ে পড়তে পারে ভারত।
শুক্রবার এক টুইটে আইএমএফ-এর এই পূর্বাভাসকে হাতিয়ার করেই সরকারপক্ষকে কাঠগড়ায় তুললেন রাহুল। নিজের টুইটে বাংলাদেশ, নেপাল, মায়ানমার, চীন, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এবং ভারতের অর্থনীতির তুলনামূলক একটি পরিসংখ্যান পোস্ট করেছেন কংগ্রেস নেতা। যাতে দেখা যাচ্ছে, সমস্ত প্রতিবেশী দেশের মধ্যে করোনা পরবর্তী সময়ে ভারতের অর্থনীতিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিসংখ্যান তুলে ধরেই কংগ্রেস নেতা কটাক্ষের সুরে বললেন, ‘এটা বিজেপি সরকারের আরও একটা ‘চমকপ্রদ সাফল্য’। এমনকী, পাকিস্তান এবং আফগানিস্তানও আমাদের থেকে করোনা পরিস্থিতি ভালো সামলেছে।’