দুর্গাপুজোর আগে মোহন বাগান সদস্য-সমর্থকরা আই লিগ জয়ের উৎসবে মাতবেন। রবিবার বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে আই লিগ ট্রফি তুলে দেওয়া হবে কলকাতায় থাকা ফুটবলার ও কোচিং স্টাফের হাতে। উপস্থিত থাকবেন আই লিগের সিইও সুনন্দ ধর, ক্লাব সভাপতি স্বপনসাধন বসু ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
আই লিগ ট্রফির ব্র্যান্ডিং করা চারটি বেলুন শহরে উড়বে। এই জায়গাগুলি হল হাওড়া, এসপ্ল্যানেড, দেশপ্রিয় পার্ক ও হেদুয়া-বিবেকানন্দ রোড। রবিবার পাঁচতারা হোটেলে অনুষ্ঠানের পর আই লিগ চ্যাম্পিয়ন ট্রফি ঢুকবে মোহন বাগান তাঁবুতে। রুটম্যাপ অনুযায়ী, বাইপাসের পাঁচতারা হোটেল থেকে ইএম বাইপাস-বেঙ্গল কেমিক্যাল- উল্টোডাঙ্গা মোড়-অরবিন্দ সেতু-খান্না-আচার্য প্রফুল্ল চন্দ্র রোড-ফরিয়াপুকুর-শ্যামবাজার পাঁচ মাথার মোড় ক্রসিং থেকে ইউ টার্ন নিয়ে হাতিবাগান-হেদুয়া-বিবেকানন্দ রোড-গিরিশ পার্ক-সেন্ট্রাল অ্যাভিনিউ-ধর্মতলা হয়ে মোহন বাগান তাঁবুতে শেষ হবে এই র্যালি।
এই অনুষ্ঠান ক্লাব তাঁবুতে হওয়ার কথা ছিল। কিন্তু আই লিগের সিইও পরিষ্কার জানিয়ে দেন, কোভিড বিধি মেনে একশো জনের বেশি ক্লাব তাঁবুতে প্রবেশ করা যাবে না। তারপরেই শহরের পাঁচতারা হোটেলে এই অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেন কর্তারা। কিন্তু সেখানেও প্রবেশের বিধিনিষেধ থাকছে। তাই সমর্থকদের কথা ভেবে বিশেষ র্যালির ব্যবস্থা করা হয়েছে সেদিন।
বর্তমানে করোনা মহামারীর জন্য আই লিগ জয়ী দলের বেশিরভাগ ফুটবলার ও কোচিং স্টাফরা রবিবারের অনুষ্ঠানে থাকবেন না। অনেকেই গোয়ায় আইএসএলের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। কিন্তু আই লিগ জয়ের উৎসবের সঙ্গে একাত্ম করতে কিবু ভিকুনা, বেইতিয়া, টারসুনভদের ‘ভার্চুয়াল লাইভ জুম কলে’ উপস্থিত করানোর চেষ্টা চলছে।