এবার পুজোর মধ্যেও কমিউনিটি কিচেন চালানোর সিদ্ধান্ত নিলো এক তৃণমূল কাউন্সিলর। দক্ষিণ কলকাতায় এবার খুলতে চলেছে ‘মমতাময়ীর হেঁসেল’। পুজোর পাঁচ দিন সেখানে একদম বিনা পয়সায় মাংস ভাত খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ। পুজোর সময় পঞ্চমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন কসবা অঞ্চলের এক হাজার গরিব মানুষকে বিনা পয়সায় মাংস ভাত খাওয়ানো হবে বলে জানিয়েছেন তিনি। উদ্যোক্তাদের তরফে প্রতিদিন আগ্রহী মানুষের কাছে কুপন বিলি করা হবে। দুপুর বারোটা থেকে শুরু হবে বিতরণ। এলাকায় স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছেন। রোজের রান্নার জন্য সেখানে তৈরি হচ্ছে বিশাল হেঁসেল।
উল্লেখ্য, তৃণমূলের তরফে এমন কমিউনিটি কিচেন প্রথম শুরু করা হয় হাওড়ায়। এরপর কলকাতার বেলগাছিয়াতেও এইরকম হেঁশেল তৈরি হয়। যদিও সেগুলির নাম ছিল আলাদা। সালকিয়া এলাকায় এখনও চলছে ‘মমতার মমতা’ ও বেলগাছিয়া এলাকার এই ব্যবস্থার নাম ‘মমতাময়ী মমতা’। হাওড়া ও বেলগাছিয়ার পর ব্যারাকপুরেও পুজোর আগেই চালু হয়েছে এই সুবিধা। সেখানে তৃণমূলের উদ্যোগে ৫ টাকায় একবেলা পেটভরে খাবারের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।