গত ২ মাসের মধ্যে দু’বার করোনা আক্রান্ত হয়েছেন এটিকে মোহনবাগানের ভারতীয় তারকা স্ট্রাইকার জবি জাস্টিন। প্রথম দফায় ত্রিবান্দ্রমের হাসপাতালে ভর্তি ছিলেন দশ দিন। হাসপাতাল থেকে ফেরার এক সপ্তাহের মধ্যে আবার করোনায় আক্রান্ত হন তিনি। তবে দ্বিতীয়বার আর হাসপাতালে ভর্তি হতে হয়নি জবিকে। ১৫ দিন তিনি ছিলেন হোম আইসোলেশনে। আপাতত তিনি পুরোপরি সুস্থ।
গত শুক্রবার রাতে এফএসডিএল নির্ধারিত কোভিড টেস্টে উত্তীর্ণ হতেই শনিবার এটিকে মোহনবাগানের শিবিরে যোগ দেন জবি। আর রবিবার বেনোলিমের মাঠে সহ খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন শুরু করে দিলেন এই মালয়ালি স্ট্রাইকার। গোয়া থেকে জবি জানিয়েছেন, “করোনার জন্য প্রায় ৪২ দিন ভুগেছি। মাঝে হতাশ হয়ে পড়েছিলাম। তবে মৃত্যু আতঙ্ক আমাকে কখনও গ্রাস করেনি। জানতাম, একদিন সেরে উঠবই। হাসপাতাল থেকে বাড়িতে ফিরে চিকিৎসকের পরামর্শ মেনে চলেছি।”
করোনায় আক্রান্ত হলেও নিজেকে ফিট রাখতে চেষ্টার কসুর করেননি জবি। তিনি জানিয়েছেন, “কেরলের বাড়িতে আইসোলেশনে থাকার সময়ে ফিজিক্যাল ট্রেনার নিয়মিত যোগাযোগ রাখতেন। সহকারী কোচ বার্নলেও ওই সময়ে নিয়মিত ফোন করায় মনোবল বেড়েছিল। হোম আইসোলেশনের শেষ দিকে ফিটনেস ট্রেনিং শুরু করে দিয়েছিলাম। কারণ সবুজ-মেরুন জার্সি পড়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছি। পুরানো দল ইস্টবেঙ্গলও আইএসএলে অন্তর্ভুক্ত হয়েছে। আবার ডার্বি খেলতে মুখিয়ে রয়েছি আমি।”