গত রবিবার আই লিগ দ্বিতীয় ডিভিশনের ম্যাচে আরা এফসিকে ৪-১ গোলের বিরাট ব্যবধানে হারিয়েছে সাদাকালো ব্রিগেড। কিন্তু তারপর আচমকাই নিজের পদ থেকে ইস্তফা দিলেন মহামেডান কোচ ইয়ান ল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মহামেডানের কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান তিনি। এখনও পর্যন্ত তাঁর ইস্তফা দেওয়ার সঠিক কারণ জানা যায়নি। তবে কানাঘুষো খবর, ক্লাবকর্তাদের সঙ্গে মনোমালিন্যের কারণেই সরে দাঁড়ালেন ইয়ান। এই প্রসঙ্গে আবার ক্লাবের তরফ থেকেও বিবৃতি দিয়ে ইয়ান ল-র সঙ্গে সম্পর্ক ছেদের কথা জানানো হয়েছে।
প্রসঙ্গত, করোনা আবহে সবেমাত্র শুরু হয়েছে আই লিগ সেকেণ্ড ডিভিশন। ভাল দল গড়লেও প্রথম ম্যাচে গারওয়াল এফসির বিরুদ্ধে মাত্র ১ গোলে জয় পায় মহামেডান। আর সেই গোলের জন্যও অপেক্ষা করতে হয় ৯০ মিনিট পর্যন্ত। আর তারপরই রবিবারের ম্যাচে আচমকাই দলে ছয় পরিবর্তন। আর আরা এফসির বিরুদ্ধে ম্যাচটিও ৪-১ গোলে জিতল সাদা কালো ব্রিগেড। গোল করলেন প্লাজা, নেপালি স্ট্রাইকার অভিষেক রিজাল (২) এবং শেখ ফৈয়াজ।
কিন্তু ম্যাচের পর ইয়ান ল আচমকাই নিজের ফেসবুক পোস্টে তাঁর ইস্তফার কথা জানান। সবাইকে অবাক করে লেখেন, আমাকে কোচিং করানোর সুযোগ দেওয়ার জন্য মহামেডানকে অনেক ধন্যবাদ। কিন্তু এই পরিস্থিতিতে আমার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছিল না, তাই আমি কোচের পদ থেকে ইস্তফা দিলাম। পরের দু’টি ম্যাচ এবং ভবিষ্যতে আই লিগ ও আইএসএলের জন্য ক্লাবকে অনেক শুভেচ্ছা।