সপ্তাহ দুয়েক আগেই দিল্লীর সফদর জং হাসপাতালে মৃত্যু হয়েছে চার উচ্চবর্ণের ব্যক্তির হাতে গণধর্ষণের শিকার হওয়া হাথরসের দলিত মহিলা। যা নিয়ে এখনও তোলপাড় গোটা দেশ। তবে তাতেও থেমে নেই দেশে ধর্ষণের ঘটনা। বিজেশিশাসিত উত্তর প্রদেশের পর এবার ঘটনাস্থল বিজেপি জোটশাসিত বিহারে ঘটে গেল আরেক লজ্জাজনক ঘটনা। এক দলিত মহিলাকে গণধর্ষণের পর তাঁর সন্তানসহ তাঁকে খালে ছুড়ে ফেলার অভিযোগ উঠল বিহারে বস্কার জেলার ওঝা বারাওঁ গ্রামে।
পুলিশ সূত্রে খবর, খালের জলে ডুবে পাঁচ বছরের শিশুটির মৃত্যু হয়েছে। মহিলা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। হাথরসকাণ্ড থেকে শিক্ষা নিয়ে বিধানসভা ভোটের মুখে আর কোনওরকম বিলম্ব না করে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে বিহার পুলিশ। তদন্তকারী অফিসার কেকে সিং জানালেন, মহিলার শারীরিক পরীক্ষা হয়েছে। এফআইআর রুজু হয়েছে মোট সাতজনের বিরুদ্ধে। এখনও অবধি একজনকে গ্রেপ্তার এবং দুজনকে শনাক্ত করা গিয়েছে। শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। ধৃতকে জেরা করে বাকিদের সন্ধান জানার চেষ্টা করছে পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে ভোটমুখী বিহারে দলিত ভোট নিয়ে আরও অস্বস্তি বাড়ল জোট সরকারের।