সোমবার সকাল থেকে মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে লোডশেডিং। আচমকা বিদ্যুৎ বিভ্রাটের জেরে আটকে গিয়েছে লোকাল ট্রেন। মূলত দক্ষিণ, মধ্য ও উত্তর মুম্বইয়ের একাধিক এলাকায় এই ব্ল্যাকআউট হয়েছে বলে খবর। টুইটারে ইতিমধ্যেই ক্ষোভ উগরাতে শুরু করেছেন মুম্বইবাসীরা।
আজ সকাল ১০টা ৫মিনিট নাগাদ আচমকাই মুম্বইয়ের একাধিক অংশে একসঙ্গে লোডশেডিং হয়েছে বলে খবর। প্রায় এক ঘণ্টা হয়ে গেলেও (প্রতিবেদন লেখার সময় অনুযায়ী) এখনও সমস্যার সমাধান হয়। মুম্বইয়ের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম লোকাল ট্রেনের পরিষেবা ব্যাহত হয়েছে। পশ্চিম এবং মধ্যভাগে চলা শহরতলির অধিকাংশ ট্রেন লাইনের মাঝখানেই দাঁড়িয়ে গিয়েছে। আটকে পড়েছেন সাধারণ যাত্রীরা। জানা গিয়েছে বাণিজ্যনগরীতে যে তিন সংস্থা বিদ্যুৎ পরিষেবা দেয় অর্থাৎ আদানি, টাটা এবং বেস্ট, সেই তিন জায়গাতেই এই গ্রিড ফেলিওরের প্রভাব পড়েছে মারাত্মক ভাবে।
বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন সূত্রে খবর, বড়সড় রকমের গ্রিড ফেলিওর হয়েছে। টুইট করে বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট জানিয়েছে, “বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে কারণ টাটার ইনকামিং ইলেকট্রিক সাপ্লাই ফেল করেছে। আচমকা অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।”
জানা গিয়েছে, গ্রিড ফেলিওরের কারণে চার্চগেট থেকে ভাসাই পর্যন্ত বন্ধ রয়েছে রেল পরিষেবা। জানা গিয়েছে, মুম্বইয়ের ওয়েস্টার্ন রেলয়ে ছাড়াও সেন্ট্রাল রেলয়ের ক্ষেত্রেও ব্যাহত হয়েছে পরিষেবা। গন্ডগোল যে বড় রকমেরই হয়েছে তা বোঝা যাচ্ছে। সপ্তাহের প্রথম কাজের দিনে আচমকা লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা।