একুশের বিধানসভা ভোটের আগে ফের একবার প্রকাশ্যে চলে এল গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ। আর এবার বিজেপি কর্মী-সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে খোদ দলেরভরাজ্য সভাপতিকেই। শনিবার পূর্ব বর্ধমানের জামালপুরে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। তাঁর কনভয় লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ উঠেছিল। সেই ঘটনা ও তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের অভিযোগে এবার চার বিজেপি কর্মীকেই গ্রেফতার করল পুলিশ। পুলিশের কাজে বাধা, হেনস্থার অভিযোগ দায়ের হয়েছে ধৃতদের বিরুদ্ধে। ধৃতদের নাম অভিজিৎ সরখেল, উত্তম মালাকার, প্রদীপকুমার ঘোষ ও গৌতম মণ্ডল। রবিবার ধৃতদের আদালতে তোলা হলে দু’জন পুলিশ হেফাজত ও দু’জনে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
বিজেপির সূত্রে খবর, শনিবার জামালপুরে কৃষক মোর্চার কর্মসূচীতে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নুড়ি মোড়ে কালো পতাকা দেখানো ঘিরে উত্তেজনা তৈরি হয়। দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। প্রথম থেকেই এ নিয়ে তৃণমূলের দাবি ছিল, বিজেপির গোষ্ঠীকোন্দলের কারণেই এই ঘটনা। বিজেপি কর্মীদের গেফতারিতে সেই অভিযোগই সত্য বলে প্রমাণিত হল। উল্লেখ্য, কেন্দ্রের নয়া কৃষি আইন নিয়ে কৃষকদের বোঝাতেই শনিবার জামালপুরে যাচ্ছিলেন দিলীপ। সেই যাত্রাপথেই তাঁর কনভয়ে ইটবৃষ্টির অভিযোগ ওঠে। বিজেপির রাজ্য সভাপতিকে কালো পতাকাও দেখানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় পরিকল্পিত ভাবে অশান্তির পরিবেশ তৈরি করা হয়েছিল। আর তাতে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন গ্রেফতার হওয়া ওই চারজন। এমনকী পুলিশকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে।