গত বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযানে মিছিলে বলবিন্দর সিং নামে এক বিজেপি কর্মীর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিয়ে চরম ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে।। তবে আগ্নেয়াস্ত্র উদ্ধারই নয়, তাতে জাতি বৈষম্যের রংও লেগেছে। ওই বিজেপি কর্মী শিখ হওয়ায় তাঁকে নিয়ে শুরু হয়েছিল নানা চাপানউতোর। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, গ্রেফতারির সময় ধস্তাধস্তিতে শিখ ব্যক্তির পাগড়ি টেনে খুলে ফেলা হয়। এসব নিয়ে চারপাশে নানারকম আপত্তিজনক মন্তব্য শুরু হয়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও এ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন।
লাগাতার এধরনের বিভ্রান্তিমূলক আলোচনায় এবার টুইট করে জবাব দিল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। অভিযোগ, ঘটনাকে সাম্প্রদায়িকতার রং দিয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল রাজ্যের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে। প্রসঙ্গত, হাওড়া সিটি পুলিশের দাবি, ওই আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স দিয়েছিলেন জম্মু-কাশ্মীরের রাজৌরির জেলাশাসক। ওই আগ্নেয়াস্ত্রটি জেলার বাইরে নিয়ে যাওয়ার আইন নেই। তাই সেই হিসাবে বলবিন্দর বেআইনিভাবে আগ্নেয়াস্ত্রটি বাংলায় নিয়ে এসেছিলেন বলেই দাবি পুলিশের। এ নিয়ে উত্তেজনা বেড়ে চলে। শনিবার বর্ধমান থেকে বিজেপি রাজ্য সভাপতি মন্তব্য করেন, ”একজন শিখ বলে পাগড়ি খুলে দিয়েছে। যারা বিশেষ সুবিধাপ্রাপ্ত তাদের লাথি খেয়ে শান্তিমিছিল করে। আমরা আইন মানি বলেই এসব হচ্ছে। এসব অগণতান্ত্রিক এবং তোষণের রাজনীতি।” অর্থাৎ স্পষ্টতই তিনি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে বিষয়টিকে ব্যাখ্যা করলেন।
এ সবের পর আর হাত গুটিয়ে বসে থাকেনি নবান্ন। শান্তি বজায় রাখতেই তারপর পালটা টুইট করে স্বরাষ্ট্র দফতর। তাতে লেখা, এ রাজ্যে শিখ ভাইবোনেরা খুব শান্তিতেই বসবাস করেন। সেদিন বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ এক শিখের গ্রেফতারির ঘটনাকে এখন অন্যভাবে দেখা হচ্ছে। একটা নির্দিষ্ট রাজনৈতিক দল সংকীর্ণতা দেখিয়ে রাজ্যের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে। কিন্তু রাজ্যবাসী মোটেই এসবে অভ্যস্ত নয়। তাই তাঁরা নিজেদের মতো করে শান্তি বজায় রাখবেন। শিখ ভাইবোনদের প্রতি আমাদের সরকারের সর্বোচ্চ শ্রদ্ধা, সম্মান আছে।