চিঠি দিয়ে স্কুল বন্ধ রাখার হুমকি দিয়েছিল বনধ সমর্থকেরা। অভিযোগ সেই হুমকি উপেক্ষা করে স্কুল খোলায় বোমা মেরেছে বিজেপি। বনধের দিন স্কুলে বোমা মারার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পান্ডুয়ার সরকার পোষিত মুজিবর রহমান হাইস্কুলে। ঘটনার জেরে ব্যাপক আতঙ্কিত স্কুল পড়ুয়ারা।
চিঠি দেওয়ার পরে বিজেপি কর্মীদের সঙ্গে স্কুলের শিক্ষকদের বচসাও হয়। কিন্তু এই দাদাগিরিতে পাত্তা না দিয়ে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। সেই মতো স্কুলে নির্ধারিত সময়ে উপস্থিত হয়েছিল ছাত্রছাত্রীরাও। বুধবার সকাল থেকেই বনধ উপেক্ষা করে স্কুল চলছিল। জানা গেছে, বেলা সাড়ে বারোটা নাগাদ হঠাৎ স্কুলের কম্পিউটার রুমের পাশে প্রচণ্ড শব্দ হয়। স্কুল চত্ত্বর ঢেকে যায় ধোঁয়ায়। ছুটে আসেন স্কুলের শিক্ষকরা। স্কুলে বোমা পড়ার খবর চাউর হতেই ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর যায় পাণ্ডুয়া থানায়।
পুলিশের অনুমান,আতঙ্ক ছড়াতে চকোলেট বোমা জাতীয় কিছু স্কুলের পাঁচিলের বাইরে থেকে মারা হয়েছে। প্রধান শিক্ষক প্রদীপ কুমার বাগ জানিয়েছেন, ‘কে বোমা মারল তা জানা যায় নি’। স্কুলে বিজেপির তরফে দেওয়া চিঠিকে কেন্দ্র করে ধন্দে শিক্ষকেরা তাঁদের অভিযোগ, যেহেতু তাঁরা বন্ধের পক্ষে ছিলেন না, সেহেতু জোর করে স্কুল বন্ধ করতেই হামলা চালানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পাণ্ডুয়া থানার পুলিশ ।