বনভুমি ছেড়ে বসতিতে ঢুকে পড়ল দক্ষিণরায়৷ লোকালয়ে বাঘ ঢুকে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়াল কুলতলির গ্রামে। সোমবার সন্ধ্যায় মৈপীট কোস্টাল থানার ৬ নম্বর বৈকন্ঠপুর গ্রামে নদী সাঁতরে ঢুকে পড়ে একটি বাঘ। এক গ্রামবাসীর গোয়ালঘরে হানা দিয়ে একটি গরু শিকার করে রয়েল রয়াল বেঙ্গল টাইগার। কিন্তু তারপরও এলাকা ছেড়ে যেতে রাজি নয় ডোরাকাটা প্রাণীটি।
ভীম নায়েক নামে এক গ্রামবাসীর গোয়ালে ঢুকে পড়ে নির্বিচারে একটি গরুকে মেরে ফেলে। এই খবর চাউর হতেই শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় পুলিশ ও বনদফতরকে। এলাকায় পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করা হয়েছে। কীভাবে বাঘটিকে খাঁচা বন্দি করা যায় তা নিয়ে চলছে নানা রকম পরিকল্পনা। রাতের অন্ধকারে ঘটনাটি ঘটায় সমস্যা হলেও রাত্রেই জাল দিয়ে ঘিরে দেওয়া হয় গ্রামের পাশের জঙ্গলটি। ডিএফও মিলন মন্ডল জানিয়েছেন, গ্রামবাসীদের সুরক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। প্রাণীটিকে খাঁচাবন্দি করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যদিও গরু শিকারের পর নদীর ধারে গ্রামের ইটের রাস্তার উপরেই রাজকীয় ভাবে বসে বিশ্রাম নিল দীর্ঘক্ষণ ধরে। এর জেরেই ভয়ে সিঁটিয়ে গেলেন সাধারণ মানুষ।